তিন দিনের সফরে বরকল পৌঁছল পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
॥ নিরত বরন চাকমা,বরকল ॥
রাঙ্গামাটির বরকল উপজেলায় সরকারি কাজে তিন দিনের সফরে বরকল পৌঁছলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ কবির বিন আনোয়ার। বুধবার(৫অক্টোবর) বিকাল সাড়ে চার ঘটিকায় বরকল উপজেলায় সফরসঙ্গীদের সাথে নিয়ে এসে পৌঁছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ কবির বিন আনোয়ার। ওইসময় উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ ও বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,বরকল উপজেলায় আইমাছড়া ইউনিয়নে বগাছড়ি খাল পরিদর্শনের উদ্দেশ্য তিন দিনের সফরে আসেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। আগামী ০৮অক্টোবর দুপুরে সফর শেষে তিনি(সিনিয়র সচিব) বরকল উপজেলা থেকে রাঙ্গামাটি উদ্দেশ্য রওনা করবেন বলে গণমাধ্যমকে জানানো হয়।
এসময় সফরসঙ্গী হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ শাহাজান খান ও ব্যক্তিগত সহকারী (পিএস) স.ম. আজাহারুল ইসলাম, দক্ষিণ পূর্বাঞ্চল জোন, বাংলাদেশ পানি উন্নয়নবোর্ড চট্টগ্রাম এর প্রধান প্রকৌশলী মোঃ রমজান আলী প্রামাণিক, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ(পওর)বিভাগ, পানি উন্নয়নবোর্ড এর নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, রাঙ্গামাটি জেলার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ(পওর) উপ-বিভাগীয় প্রকৌশলী বদরুল মনির খানাপী ও উপ-সহকারী প্রকৌশলী রুপান্ত চাকমা ও ইসাবেলা ফাউন্ডেশনের ০৪সদস্য সহ মোট ১৬জন ছিলেন।