[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
গণমাধ্যম শক্তিশালী একটি মাধ্যম রাজস্থলীতে সেনা কর্মকতার মতবিনিময়খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালিতকাপ্তাই উপজেলার রাইখালীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনরামগড়ে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন কর্তৃক মসজিদে আর্থিক সহায়তা প্রদানকাপ্তাই পিতার অভিযোগে বাল্যবিবাহ বন্ধ মুচলেখা সহ জরিমানা দিলেন ‘মা’আওয়ামী সরকারের আমলে উন্নয়নের নামে পার্বত্য চট্টগ্রামে লুটপাট হয়েছে: দীপন তালুকদাররাজস্থলীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালনবিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের সুযোগ নেই: জাবেদ রেজাজাতীয়তাবাদী দলে দালাল, ভুঁইফোড় কিংবা সুবিধাবাদী দোসরদের ঠাঁই দেয়া যাবে নাশান্তি ও উন্নয়নে রাজস্থলীকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে:ক্যাম্প কমান্ডার
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন

১২৬

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

পার্বত্য অঞ্চলে দূর্গম এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, শান্তি শৃংখলা উন্নয়ন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বাবুছড়া ইউনিয়ন খাগড়াছড়ি রিজিয়ন আয়োজনে দীঘিনালা ৪ই বেঙ্গলে সহয়োগীতায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(০৪ অক্টোবর) সকাল ১১ টায় বাবুছড়া ইউনিয়নের বাবুছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাগড়াছড়ি রিজিয়নে আয়োজনে দীঘিনালা জোনের সার্বিক সহযোগিতায় পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের পাঁচশতাধিক দুঃস্থ গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিএসপি,এনডিসি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন, দিঘীনালা জোনের ৪ই বেঙ্গল এর জোন কমান্ডার লেঃ কর্নেল রুমন পারভেজ পিএসসি, ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান, খাগড়াছড়ি ব্রিগেড এর জিটুআই মেজর জাহিদ হোসেন, পিএসসি, দিঘীনালা জোনের জোনাল স্টাপ অফিসার মেজর আদিব, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা প্রমূখ।

মেডিকেল ক্যাম্পে ডাক্তার হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন, সহকারী সার্জন ডা. জাহেদুল আলম, মেডিকেল আফিসার ক্যপ্টেন বাশার, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোস্তাফিজ, চক্ষু ডা. প্লাবন দেব আবাসিক মেডিকেল অফিসার খাগড়াছড়ি চক্ষু হাসপাতাল, উপ-সহকারী মেডিকেল অফিসার নুর উদ্দিন, সহকারী সার্জন ডা. ঋতু বড়ুয়া। উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন মেডিকেল ক্যাম্পেইন উদ্ভোধন শেষে খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড এর কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিএসপি, এনডিসি, পিএসসি বলেন, পার্বত্য অঞ্চলে দূর্গম এলাকার জনগোষ্ঠির লোকজনেরা সরকারী সুযোগ সুবিধাগুলো পায়না বা দূর্গম এলাকায় হওয়া সরকারী সেবা নিতে আসতে অনেক সময় লাগে তাদের বিভিন্ন শারীরীক সমস্যা গুলো নিয়ে দিনে দীর্ঘদরে ভুগে বিশেষ করে বৃদ্ধ বয়সে চক্ষু সমস্যাটা বেশি। তাই আমার চক্ষু চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে চোখের চিকিৎসার ব্যবস্থা ও চশমা দিচ্ছি এবং সানি পারা রোগীদেরকে বিনামূল্যে অপরাশেন করে দেই।

মগা কার্বারী পাড়া এলাকার চক্ষু রোগী জ্ঞান রঞ্জন চাকমা(৬৫) বলেন, অনেক দিন ধরে চোখের সমস্যা নিয়ে ভুগছি টাকা অভাবে ডাক্তার দেখাতে পারছিনা। আর্মির ডাক্তার আমার চোখ পরীক্ষা করছে এবং ঔষধ দিয়েছে। কাটারংছড়া আলো জ্যোতি চাকমা(৪৫) বলেন, পায়ের বাত ব্যথায় কষ্ট করছি, সেনাবাহিনী ডাক্তার চিকিৎসা ঔষধ নিয়েছে।

সেনাবহিনীর চিকিৎসা নিতে এসে রুমি বড়ুয়া(৬০) আর্মিদের চিাকৎসা অনেক ভাল তাই চিকিৎসা নিতে আসছি।
বাবুছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা বলেন, সেনাবাহিনীর এধরনে উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আমার দূর্গম এলাকার জনগোষ্ঠির জন্য ভাল হয়েছে চিকিৎসা সেবা পেয়ে।