[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

সিসি ক্যামেরার আওতায় রয়েছে সবকটি পূজামন্ডপে

মানিকছড়িতে দুর্গোৎসব ঘিরে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

১২৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনের সার্বজনীন শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। সারা দেশে বইছে উৎসবের আমেজ। বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে গত দু’বছর অনেকটাই নিষ্প্রাণ ছিল হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের মহোৎসব। প্রতি বছরের ন্যায় এবার খাগড়াছড়ির মানিকছড়িতে তিনটি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবারও পুলিশ, আনসার বাহিনীর সাথে থাকছেন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীরা। যারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন। তিনটি পূজামণ্ডপই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যাতে যে কোনো অপ্রীতিকর ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হয়।

শনিবার (১অক্টোবর) থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ায় পুরো দুর্গোৎসবে সার্বক্ষণিক ৬ সদস্যের আনসার বাহিনী ও ৫ সদস্যের পুলিশ ছাড়াও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবে।

 

এ উপলক্ষে শনিবার (১ অক্টোবর) সকালে মানিকছড়ি থানা সংলগ্ন পূজামন্ডপে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের আনুষ্ঠানিক ব্রিফিং দেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। এ সময় মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহানূর আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কৃপাণী চাকমা উপস্থিত ছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও প্রাণবন্ত করতে নিরাপত্তায় যেন কোনো প্রকার বিঘ্নিত না ঘটে সে দিকে আইনশৃঙ্খলায় নিয়জিতদের সার্বক্ষণিক নজরদারির আহবান জানান ইউএনও রক্তিম চৌধুরী।

উল্লেখ্য, মানিকছড়ি উপজেলার শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালি মন্দির, তিনটহরী দুর্গা মন্দির ও একসত্যাপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরে আনুষ্ঠানিকভাবে দুর্গোৎসব শুরু করেছে।