সংবাদ প্রকাশের পর বরকল স্বাস্থ্য বিভাগে মেকানিক উপস্থিত, ডাক্তার অনুপস্থিত
॥ নিরত বরন চাকমা,বরকল ॥
রাঙ্গামাটি বরকলে উপজেলা স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা ও হাসপাতালের জুনিয়র মেকানিক অমিত দেব বর্মণের কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে জাতীয়, স্থানীয় ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচরে বসেছে স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষ। তাই জুনিয়র মেকানিক অমিত দেব বর্মণ কর্মস্থলে উপস্থিত তবে ডাঃ মংক্যছিং সাগর অনুপস্থিত থাকেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
দেখা গেছে,স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা ও কর্মকর্তা,কর্মচারীদের দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি ও স্বেচ্ছাচারিতার কারণে রীতিমতো ভোগান্তির স্বীকার হন কর্তব্যরত চিকিৎসক ও সাধারণ রোগীরা। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে গত ২১ সেপ্টেম্বর সরেজমিনে তদারকি করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এরপর থেকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন এবং স্ব স্ব দায়িত্ব পালন করেন। তবে সরকারি কর্মসূচি ব্যতীত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর কর্মস্থলে অনুপস্থিত থাকেন বলে এমনটা বলেছেন স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
উল্লেখ্য,গত ৯ সেপ্টম্বর বরকল স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা ও জুনিয়র মেকানিক অমিত দেব বর্মণ কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিষয়ে সংবাদ প্রকাশিত হলে এখন নিয়মিত কর্মস্থলে থাকছেন।