[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
পাহাড়ি অঞ্চলে তামাক চাষে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্যইব্রাহিম খলিল বিএনপির একজন নিবেদিত প্রাণ ছিলেন, স্মরণ সভায় নেতৃবৃন্দবান্দরবানে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিস ডাকাতি, ১ কোটি ৭২ লাখ টাকা লুটবান্দরবানের রুমা কাঠ বোঝাই জীপ দূর্ঘটনায় হেলপারের মৃত্যুএই সরকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায়: পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানে আওয়ামীলীগের সাত নেতাকে গ্রেফতারবান্দরবানে ১হাজার ৭শত পিস ইয়াবাসহ কৃষক দলের নেতা আটকখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কৃষকের প্রনোদনা নিয়ে অনিয়মের অভিযোগ, এসব কি হচ্ছেঅবশেষে ছাত্রদল নেতা শাহ আলমের কঙ্কাল ১৫ বছর পর কবর থেকে উত্তোলনরাঙ্গামাটির লংগদুতে বিশ্ব রেড ক্রস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে দীর্ঘ ১২ বছর পর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

১১৩

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী কাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১২ পরে হতে যাওয়া এ সম্মেলন ঘিরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানস্থল সাজানো হয়েছে বর্ণিল সাজে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ১০ ঘটিকার সময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী। অনুষ্ঠানে আরও থাকবেন জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

জানা গেছে, দীর্ঘ বার বছর আগে শুভরঞ্জন বড়ুয়া সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন দেন জেলা কমিটি। ২০২০ সালে সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মারা গেলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয় মিজান সর্দারকে। তবে তার বিতর্কিত কর্মকান্ডের জন্য সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। গত ২১ সালের জুলাই থেকে পুরো সংগঠন একা হাতে চালিয়ে যান সভাপতি শুভরঞ্জন বড়ুয়া।

সম্মেলনে বেশ কয়েকজন প্রার্থীর নাম শুনা যাচ্ছে তারমধ্যে সভাপতি উইলিয়াম মার্মা, সাধারণ সম্পাদক পদে সজিব কামাল ও জমির উদ্দিন,মোঃ সোহেল,জয়নাল আবেদীন। তবে উপজেলার এক শীর্ষ নেতা জানান,সম্মেলনে চমক আছে।তবে এখন বলা যাবে না ।

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শুভ রঞ্জন বড়ুয়া বলেন, জীবনের প্রাপ্তির খাতায় এটি বড় প্রাপ্তি। জেলা সভাপতি ও মন্ত্রী মহোদয় চেয়েছে বলে আলীকদম উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ একটি শক্তিশালী কর্মী বাহিনীর সংগঠন হিসেবে তৈরি করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এই পথের বাঁকে বাঁকে কাটা ছিল। শুনতে হয়েছে খোদ নিজ দলের কিছু নেতার কটুক্তিও। তবে সাদেক হোসেন চৌধুরীর ভাইয়ের অনুপ্রেরণা ও দিক নির্দেশনায় একটি সক্রিয় সংগঠন সৃষ্টি হয়েছে।

সম্মেলনের সব প্রস্তুতি শেষ। দীর্ঘ প্রতীক্ষার পর এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আজ নিজে বলে জানান তিনটি।