কাপ্তাইয়ে করোনা প্রতিরোধ বিষয়ক কর্মশালা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই করোনা সচেতনমূলক কর্মশালা হয়েছে। বুধবার (২৮সেপ্টেম্বর ) সকাল ১১টায় উপজেলা কিন্নরী সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফের সহযোগিতায় এডাবের সম্মনয়ে, মানবিক উন্নয়ন সংস্থা মনীষার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। মনীষার ফোকাল পারসন আনিসুল তুহিনের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিছ, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন।
বক্তারা বলেন,করোনা একেবারে নির্মল হয়নি এখনো রয়ে গেছে। তাই আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।এসময় আগত সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীগন নিজ,নিজ মতামত ব্যক্ত করেন।