মানিকছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলাধীন ২১ জন বীর মুক্তিযোদ্ধার হাতে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড এবং ৭জন মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের হাতে ডিজিটাল সার্টিফিকেট তুলেদেন অতিথিরা।
উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা সূচয়ন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউল আলম চৌধুরী, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, তিনটহরী ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পেছনে মুক্তিযোদ্ধাদের অবদান সব চেয়ে বেশি ছিল। তারাই এ দেশের সূর্য সন্তার। এর আগে কোনো সরকার মুক্তিযোদ্ধাদের নিয়ে এত ভাবেনি। যতটা বর্তমান সরকার ভেবেছে। তাই তো মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছে সরকার তাদের সাহায্য সহযোগিতার লক্ষে। বর্তমান সরকার তাদের মাসিক সন্মানি বাড়িয়েছে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণ নির্মাণ করে দিয়েছে। এছাড়াও তাদেরকে সর্বোচ্চ সম্মানে লক্ষে কাজ করে যাচ্ছে সরকার। স্বাধীনতা যুদ্ধ ও এদেশের পেছনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি কোনোদিনও ভুলবে না বলেও মন্তব্য করেন বক্তারা।