কাপ্তাইয়ে গাজা ও মদ বহনকালে যুবক আটক
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি হতে গাঁজা ও চোলাই মদসহ এক যুবকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৬ সেপ্টেম্বর)সকাল ১১টা হতে বিকাল ৩টা পযন্ত কাপ্তাইয়ের সাক্রাছড়ি ও কেপিএম এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালোনা করা হয়। এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালোনা করে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন।
আদালত পরিচালোনা কালিন মাদকদ্রব্য বহন কালে মোহন মারমাকে (২২),৩৫গ্রাম গাঁজা ও ৫লিটার দেশিও তৈরি চোলাইমদসহ যুবককে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক যুবকে ৩ দিনের জেল এবং অনাদায়ে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আটক যুবকে কাপ্তাই থানার নিকট মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়। এসময় রাঙ্গামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু বক্কর ছিদ্দিক ও কাপ্তাই থানা পুলিস সদস্য আদালতকে সহায়তা করে।