আইনসৃংখলাবাহিনীকে ধর্ষকদের বিরুদ্ধে কড়া আইন চালাইতে হইবে
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে আবারো কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইতেছে তয় দুর্বলও হইতেছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ আর অভিযোগ। আমিও শাররীক মানসিক অর্থনৈতিক বেকায়দায়, শক্ত করিয়া কলমও ধরিতে পারিতেছিনা। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। ভাইপো-রে বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কারমতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর পাবলিকের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তাই তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের কথা লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ারার দেয়া ব্লেক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। এত সেবা করিতে হইলে জেঠার অবস্থাটা কে দেখিবে। রাইতে জেঠিরে দু চারটি কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি হইয়া পড়ে। পাহাড় পর্বতের খেটে খাওয়া মানুষ অমানুষগোর সুখ দুঃখের খবর হ¹ল জেঠাগোর নিকট উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। নতুন করিয়া বিশে^র ভাইরাস করোনাতো কারো কথাই শুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুতেও পারে না। মানুষের দেহে থাকা ভাইরাসগুলোর মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বাদ। যত নষ্টের মূল হইলো করোনা-১৯। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, খালি বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড় নদী নালা দেখিবো। আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি…
নাসরিন জেঠি কহিলো, আমাগো সদর উপজেলার মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা’র অকাল প্রয়াণে তাইনের এলাকার জনসাধারণ একজন সেবককে হারাইয়াছেন। গেল মঙ্গলবার তাইনের হঠাৎ শ্বাস কষ্ট হইলে চট্টগ্রামের সার্জিসকোপ হসপিটালে ভর্তি করিয়া চিকিৎসাধীন অবস্থায় ২৩ সেপ্টেম্বও বিকালে তাইনে পরলোক গমন করেন। তাইনের এই অকাল প্রয়াণে মানুষ একজন মানব সেবককে হারাইয়াছেন। করোনার বিরুদ্ধে লড়াকু এই নেতার জইন্য আমগো সরকারের সহযোগীতার হাত বাড়াইয়া দেওনের দরকার, চিন্তায় আছি…
দেব জেঠা কহিলেন, দীর্গ পাঁচ বছর পরে সহকর্মীকে গুলি করিয়া হত্যার দায়ে আদালত রফিকুল ইসলাদেও বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়াছেন সইে সাথে আরো পঞ্চাশ হাজার টাকা জরিমানা করিয়াছেন। ক্যাম্পে ঘুম যাইবার সময় অন্য সদস্যগোর কথার শব্দে ঘুমরে সমস্যা হইলে রফিক তাইনের পোস্ট কমান্ডার আমির (৬০)কে গুলি করিয়া হত্যার পর ক্যাম্প হইতে পালাইয়া যায়। কথা হইলো সৃংখলার সমস্যা হইলে বিসৃংখলাতো হইবেই, চিন্তায় আছি…
রব জেঠা কহিলেন, খাগড়াছড়ির জেলা শহরের গোরাবাড়ী এলাকায় গেল বুধবার রাইতে একদল ডাকাই ঘরে ঢুকিয়া ডাকাতিও করিয়াছে গৃস্থেও প্রতিবন্ধী মাইয়াকে ধর্ষণও করিয়াছে। পাহাড়ে গত কয় সপ্তাহ ধরিয়া খালি নারী ধর্ষণ ঘঁনা ঘটিয়া যাইতেছে। এইসব লইয়া বহুতে তালগোল পাকাইতেছে। আমাগো আইনসৃংখলাবাহিনীকে ধর্ষকদের বিরুদ্ধে কড়া আইন চালাইতে হইবে, চিন্তায় আছি…
কবির জেঠা কহিলো, কাপ্তাই উপজেলার রাইখালীতে সন্ত্রাসীগোর হামলায় যুবলীগের অন্তত এক হালি নেতা আহত হইয়াছে। গেল বুধবার রাইতে ডলুছড়ি এলাকায় হঠাৎ সন্ত্রাসীরা এই হামলা করিয়াছে। তগোর এক নেতা তপুকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হসপিটালাইজড করা হইয়াছে। কথা হইলো সন্ত্রাসীরা কারে কখন হামলা করিবে বলিয়াতো করিবেনা। নিজেগোর সামাল দিতে সম্পর্কের উন্নয়ন ঘঁটাইতে হইবে, চিন্তায় আছি…
অন্তু জেঠা কহিলো, জেলা পুলিশের করোনাজয়ী ৫১ সদস্য প্লাজমা দান করিতে ঢাকায় গিয়াছেন। জেলা পুলিশ সুপারের প্রচেষ্ঠায় এই মহৎ উদ্যোগ। পুলিশ সদস্যদেও এ উদ্দ্যোগকে জেলার মানুষ সাধুবাদ জানাইয়াছেন। মানবতার কল্যাণে এসব পুলিশ সদস্যগোর উদ্যোগ সফল হউক। দেশের আরো বহুতে এ উদ্যোগ নিলে প্লাজমা জমা করিলে বহুত করোনা রোগী বাঁচিয়া যাইবে। যারা করোনাকে জয় করিয়াছে তাইনেরা মানুষ বাঁচাইতে এগিয়ে আসনের দরকার, চিন্তায় আছি…
রফিক জেঠা কহিলো, তাইনের লামায় তিন পোলার মা নাকি তিন ছেলের বাবারে লইয়া পলাইয়াছে। এই ঘটনা লইয়া এক পোলা মা’য়ের বিরুদ্ধে থানায় মামলা করিয়া দিয়াছে। বহুতে কহিলো ঐ তিন পোলার মা নাকি স্বর্ণালংকারসহ লইয়া গিয়াছে। এই ঘটনায় এলাকায় বহুতের গল্পগুজবের আড্ডা বাড়াইয়া দিলেও বহুতে ছিঃছিঃ করিতেছে, চিন্তায় আছি…
মিলটন জেঠা কহিলো, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র জেঠা ক্যান্সাওে আক্রান্ড নিংপ্রুচাই মারমার পাঠশালার জন্য এক লক্ষ টাকা দান করিয়াছেন। তাইনের এই মহতি উদ্যোগ গাঁওগ্রামের দরিদ্র মানুষের পোলাপাইনের পড়া লেখায় অবদান রাখার সুযোগ বাড়াইয়াছে। যাউ¹া খাগড়াছিিড়র জেলা প্রশাসক আরো এশটি প্রশংসা কুড়াইয়াছেন। জেলার জেঠা-জেঠিরা মানবতার এই ধরনের উদ্যোগ স্থায়ী আশা করিয়াছেন, চিন্তায় আছি…
শান্ত জেঠা কহিলো, বজ্রপাত হইতে বাঁচিতে লামা ্ন বিভাগের উদ্যোগে ৫ হাজার তাল গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হইয়াছে। বন বিভাগ যেইসব গহিন অরন্যে যাইতে পারিবেনা সেইখানে সেনাবাহনীর সহায়তায় প্রয়োজনে হেলিকপ্টারের মাধ্যমে নানা প্রজাতির গাছের বীজ ছিটানো হইবে। তাইনেরা ব্যাক্তি পর্যায়েও তাল বীজ-চারা বিতরণ করিবেন। যাউ¹া তাল বীজ যদি সঠিক কাজে লাগে তয় বজ্রপাত হইতে দেশের বহু জেঠা জেঠি বাঁচায়া যাইবে। কথা হইলো বসিয়া থাকিলে চলিবেনা দ্রুত কাজ চালাইয়া যাইতে হইবে, চিন্তায় আছি…
কবির জেঠা কহিলো, বন শিল্প উন্নয়ন কর্পোরেশনে চুরি করিতে যাইয়া নিরাপত্তা বাহিনীর সদস্যেও হাতে ধরা খাইয়াছে মহাচোর হাসাইন্যা। এই চোরা বহুত আগে হইতেই এলাকায় নানান কিছিমের জিনিষ চুরি করিয়া বাহিরে বিক্রি করিতেছে। কথা হইলো চোরের দশ দিন গৃহস্থের এক দিন। ব্যাটাওে উচিত শাস্তি দেওনের দরাকর, চিন্তায় আছি…
কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের যুবলীগের নেতাগোর উপর হামলার প্রতিবাদ জানাইয়াছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। পাহাড় হইতে সন্ত্রাসীগোরে তাড়াইতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চাহিয়াছে। কথা হইলো রাজনৈতিক উদ্যোগে নয় সামাজিক উদ্যোগেই সন্ত্রাসীগোরে পাকড়াও করানো যাইবে। তয় সামাজিক উদ্যোগ সৃষ্টিতে হ¹ল রাজনৈতিক প্রতিষ্ঠানকে মাঠে কাজ করিতে হইবে, চিন্তায় আছি…
আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো পৌরসভার ইলেকশন লইয়া বহুতের ফিরিকিশন দেখা যাইতেছে। তলে বলে নেতারা ফাইট কিরতেছে চেয়ার দখলের জইন্য। এমনিতে পার্বইত্য চট্টগ্রামের কয়েকটি নারী ধর্ষণ ঘটনায় আমামীলীগের নেতাগোর দফারফায় পাহাড়ের বিজ্ঞ জেঠা জেঠিরা ছিঃ ছিঃ করিতেছে। পৌর নয় হ¹ল ইলেকশনেই চেয়ার পাওন মুশকিল হইয়া পড়িবে। মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে। কথা হইলো লুটের আসায় চেয়ার চাইলে জেঠা জেঠিরা শেষ মেষ খাওনের ললিপপপ ধরাইয়া দিবে, চিন্তায় আছি…
খাগড়াছড়িতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও বড়িতে ডাকাতির ঘটনায় উদ্বেক জানাইয়াছে পার্বত্য চট্টগ্রাম হিল উইমেন্স ফেডারেশন এর নারী নেতৃবৃন্দ। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের আটক করিতে হইবে। অপরাধীরা শাস্তি না পাওয়াতে বাওে বাওে এসব ঘটনা ঘাঁইয়া যাইতেছে। কথা হইলো বিচারে দুই চাইটারে ঝুলাইয়া দিলেই সব বন্ধ হইয়া যাইবে, চিন্তায় আছি…
ভাইপো রে পার্বত্য এলাকায় আরো কতো কান্ডকারখানা দেখিতে শুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁদাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
২৭সেপ্টেম্বর, ২০২০ খ্রিঃ
ই-পিসি/আর