[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়িতে বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণগৌতম বুদ্ধ ২৫৬০ বছর আগে জগতে আবির্ভূত হয়েছিলেনহৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিম মারা গেছেনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সদস্য আটকখাগড়াছড়ির দীঘিনালায় বোরো ধানের বাম্পার ফলনলুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হগ্গল হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে, চিন্তায় আছি….দিন-মাস বছর ধরেই অবৈধ দখলে সংকুচিত কাপ্তাই হ্রদ, মুক্ত করতে হবেদেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’
[/vc_column_text][/vc_column][/vc_row]

নানিয়ারচরে বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ৬

৮০

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে ১নং সাবেক্ষণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কেঙ্গলছড়ি গ্রামে শুকনো বজ্রপাতে ৬জন আহত ও বিদ্যুতের খুঁটি, ডিস এন্টেনা, ঘরের টিন, মোবাইল ও গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শুকনো বজ্রপাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সুত্রে আরো জানা যায়, বিকাল ৩টা সময় হঠাৎ শুকনো বজ্রপাত শুরু হয়। এতে চূর্ণ বিচূর্ণ করেছে ডিস লাইন, বিদ্যুতের লাইন, ঘরের টিন,তিনটি মোবাইল সহ ভেঙ্গে পড়েছে ৩টি সেগুন গাছ,১ টি কাঁঠাল গাছ। এছাড়াও আগুনের শিখা ছড়িয়েছে ৪ টা ঘরের ভিতরে। ঘরের মধ্যে থাকা ৫/৬ জন লোক বজ্রপাতের বিকট শব্দে অচেতন অবস্থায় পড়ে যায়। পরে এলাকাবাসী আহতদের প্রাথমিকভাবে বাড়িতে থালা বাসন বাজিয়ে চিকিৎসার দেওয়া হয়। এতে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।