[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নতুন কমিটিঃ সভাপতি ফারুক, সম্পাদক আহাদপাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধান উপুদিষ্টা ড.মু. ইনুস দাদু’র নিকট খোলা চিঠি-০৩কথা হইলো পাহাড় নষ্টের ডিরেক্টরগোর পান্ডুলিপি হয় টানিয়া ছিঁড়িতে হইবে নয় কেঁচি মারিতে হইবে, চিন্তায় আছি…পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়াকে না বলতে আগাম প্রস্তুতি নিতে হবেবাংলাদেশ তঞ্চঙ্গ্যা এস্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম এর সভাপতি সোহেল, সম্পাদক রিতা তঞ্চঙ্গ্যাঁবান্দরবানের লামায় রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনিআলীকদমে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটকদীঘিনালায় ট্রাফিক সেবায় যুব দল-ছাত্র দল-সেচ্ছাসেবক দলবাঘাইছড়িতে জামায়াতের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিতমাটিরাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নারী নিহত, আহত ১
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ প্রদান

১০৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যেগে দিনব্যাপী প্রকল্পের সি গ্রেড উপকারভোগীদের (পেপ-১) জৈব কৃষি, গবাদি পশু পালন, মৎস্য, মাল্টি স্টোরিড বাগান ও আপ-গ্রেড জুমচাষ বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পাড়া পর্যায়ে গত ৭ জুলাই থেকে শুরু হওয়া ১৩৪ জন উপকারভোগীকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুচয়ন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোঃ হাসিনুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমুল্য কুমার দাস, জুয়েল মনি পাল, অঞ্জন কুমার নাথ, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলীল, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মানসহ মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস, আবাইশি মারমা, পংমে মারমা, হিমেল চাকমা।

প্রশিক্ষণে এগ্রো ইকোলজির সাথে সমন্বয় রেখে পাহাড়ে কিভাবে জৈব প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ধান চাষ, শীতকালীন ও গ্রীষ্মকালীন শাক-সবজী চাষ, আইপিএম প্রযুক্তির মাধ্যমে পোকা মাকড় দমন, বীজ সংরক্ষণ, গবাদি পশু পালন, হাঁস মুরগীর রোগসহ টিকা ও বিভিন্ন দপ্তরের সরকারী সুযোগ সুবিধা নিয়ে আলেচনা করা হয়। এছাড়াও ভার্মি কম্পোস্ট সার, সার তৈরীর পদ্বতি ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়।

পরে প্রকল্পের মাঠ কর্মকর্তা সেইফগার্ডিং পলিসি ও এগ্রো ইকোলজির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সমাপনী মূল্যায়নের মধ্যে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।