ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশে ধর্ষণের সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে সম্মিলিত ছাত্র ও সামাজিক সংগঠনগুলো ।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে কয়েক দিন ধরে যেভাবে নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটছে। অবিলম্বে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণ ও নিপীড়ন বন্ধ করার জন্য চিহ্নিত অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এর সাবেক সদস্য নিরুপা দেওয়ান, উইমেন রিসোর্স নেটওয়ার্ক রাঙ্গামাটি জেলা শাখার সমন্বয়ক এড. সুস্মিতা দেওয়ান, বাংলাদেশ তঞ্চংগ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জগদীশ তঞ্চংগ্যা, উন্মেষ রাঙ্গামাটি জেলা শাখার কার্যকরী কমিটির সভাপতি বিটন চাকমা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি রাম্রাচাই মারমা, পার্বত্য মহিলা এক্টিভিটিস ফোরাম এর সদস্য নুকু চাকমা সহ সম্মিলিত ছাত্র ও সামাজিক সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ই-পিসি/আর