[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে গড়েউঠা করাতকলে উজাড় হচ্ছে বনাঞ্চলের গাছরাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসবকাপ্তাইস্থ রাইখালীর দূর্গম ভালুকিয়া গ্রামে ফ্রি ব্লাড ক্যাম্পিংলংগদুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভাস্ত্রী’র পরকীয়ার জেরে মাটিরাঙ্গায় স্বামীর আত্মহত্যাহাইব্রিডের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের ধানঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিতখুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতে সিদ্ধান্তে মাটিরাঙ্গায় ক্ষোভ
[/vc_column_text][/vc_column][/vc_row]

জেলা পুলিশ সুপার এর ঐকান্তিক প্রচেষ্টা

প্লাজমা দান করতে ঢাকায় গেলেন রাঙ্গামাটি পুলিশের ৫১ সদস্য

১০৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্লাজমা দান করতে গেলেন রাঙ্গামাটি জেলা পুলিশের ৫১ সদস্যের একটি দল। গত বৃহস্পতিবার এসব পুলিশ সদস্যকে বিদায় জানান জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। জেলা পুলিশ সুপার কার্যালয় সুত্র প্লাজমা দানকারী সদস্যদের বিষয়ে নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার কার্যালয় সুত্র জানান, করোনাজয়ী রাঙ্গামাটির ৫১ জন পুলিশ সদস্য দেশের অন্যান্য রোগীদেও বাঁচাতে সেচ্ছায় করোনাদান করতে ঢাকায় গেছেন। করোনাজয়ী পুলিশ সদস্যরা নিজেদের প্লাজমা বাংলাদেশ পুলিশ প্লাজমা ব্যাংকে জমা দেবেন। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার আলমগীর কবির (পিপিএম-সেবা) এর অনুপ্রেরণায় পুলিশ সদস্যরা তাঁদেও প্লাজমা দান করতে সম্মত হন। গত বৃহস্পতিবার দুইটি বাস যোগে রওনা দেয় বলে সূত্র জানান। পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং মানুষের জীবন বাঁচাতে প্লাজমা দিয়ে মানব সেবায় অংশ গ্রহণ করতে পারছে বলে নিজেদেরকে ধন্য মনে করেন পুলিশ সদস্যরা।

করোনাজয়ী পুলিশ সদস্যদেরকে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং বিদায় জানান, রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশসুপার (প্রশাসন ও অপরাধ) ছুফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদও সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশসুপার (সদর) মাঈনউদ্দিন চৌধুরীসহ রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যবৃন্দ।

এদিকে সচেতন মহল রাঙ্গামাটি পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এবং তাদের এ মহানুভবতা করোনা আক্রান্ত মানুষকে বাঁচাতে বড় অবদান রাখবে বলে উল্লেখ করেন। অপর দিকে রাঙ্গামাটির একমাত্র সাপ্তাহিক ‘পাহাড়ের সময়’ পরিবার প্লাজমা দানকারী এসব পুলিশ সদস্যদের জন্য মঙ্গল কামনা করেছেন।