বাঘাইছড়িতে এমএন লারমা দলের নতুন কমিটি গঠন
॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥
বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) দলের নতুন থানা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার জীবঙ্গছড়া কমিউনিটি সেন্টারে আয়োজিত ৮ম কাউন্সিলের মাধ্যমে জ্ঞানো জীব চাকমাকে সভাপতি, জোসি চাকমাকে সাধারণ সম্পাদক এবং রুবেল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন থানা কমিটি গঠন হয়।
এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষা সাহিত্য ও সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক প্রতিময় চাকমা, উপজেলার সাবেক সভাপতি শুরেশ কান্তি চাকমা, কেন্দ্রীয় কমিটির সদস্য নরেশ চন্দ্র চাকমা, রাঙ্গামাটি জেলার সভাপতি রাজেন্দ্র লাল চাকমা প্রমুখ।