[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়িতে বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণগৌতম বুদ্ধ ২৫৬০ বছর আগে জগতে আবির্ভূত হয়েছিলেনহৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিম মারা গেছেনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সদস্য আটকখাগড়াছড়ির দীঘিনালায় বোরো ধানের বাম্পার ফলনলুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হগ্গল হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে, চিন্তায় আছি….দিন-মাস বছর ধরেই অবৈধ দখলে সংকুচিত কাপ্তাই হ্রদ, মুক্ত করতে হবেদেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে ৫৭৫৫ জন এসএসসি পরিক্ষার্থীর অংশগ্রহণ

৪১

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

সারাদেশের ন্যায় ১৫ সেপ্টেম্বর হতে বান্দরবান জেলা ও উপজেলা গুলোতে মোট ৫৭৫৫ জন পরীক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে।যার মধ্যে মাদ্রাসার দাখিল ৯৮৮ জন এবং এসএসসি ভোকেশনাল ১১৯ জন।

জানা যায়, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৪টি বিদ্যালয়ের ৩৩৪ জন,বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৪ টি বিদ্যালয়ের ৫৫৩ জন,বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে ৩ টি বিদ্যালয়ের ২৩৬ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

এছাড়াও বান্দরবান সদর উপজেলার ৭টি কেন্দ্রে ১৪৮৬ জন পরীক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এতে সদর উপজেলার ১১ টি মাধ্যমিক বিদ্যালয়,৫টি এসএসসি ভোকেশনাল এবং ১ টি মাদ্রাসা হতে সর্বমোট ১ হাজার ৪ শত ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানান বান্দরবান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান।

এদিকে এসএসসি ভোকেশনাল এর টেক্সটাইল ভোকেশনাল ইনিস্টিউট,বালাঘাটা ১টি পরীক্ষা কেন্দ্রে ৭০জন,টেকনিক্যাল স্কুল ও কলেজ,মেঘলা ৩টি পরীক্ষা কেন্দ্রে ১৪২ জন,টেকনিক্যাল ট্রেনিং সেন্টার,মেঘলা ১টি পরীক্ষা কেন্দ্রে ১১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।অপরদিকে এসএসসি সমমান মাদ্রাসা দাখিল পরীক্ষার কেন্দ্র বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় ৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

অন্যদিকে পরীক্ষা চলাকালীন সময়ে জেলা সদরের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী,তিনি পরীক্ষা চলাকালীন নির্দেশনাসমূহ মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মির্জা জহির জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে বাড়তি নিরাপত্তার ব্যাবস্থা স্বরূপ পুলিশ সদস্যগন নিয়োজিত আছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ,অতিরিক্ত জেলা প্রশাসক ডা.মোঃ শেখ সাদেক(শিক্ষা ও আইসিটি),সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাসহ আরো অনেকে।