কাপ্তাই ন্যাশনাল পার্কে আবারও অজগর সাপ অবমুক্ত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই ন্যাশনালপার্কে প্রায় ১০ ফুট লম্বা (১৫ কেজি ওজন) একটি অজগর সাপ আবারও অবমুক্ত করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তার নির্দেশে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, রাঙ্গামাটির লোকালয় থেকে শুক্রবার অজগর সাপটি গলায় জাল মোড়ানো অবস্থায় এটি উদ্ধার করে বনবিভাগের সদস্যরা। পরে জাল খুলে অজগর সাপটি ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। অবমুক্ত করার সময় রাম পাহাড় বিটকর্মকর্তা ও কাপ্তাই সদর বিটের বন প্রহরীরা উপস্থিত ছিলো।উল্লেখ্য গত ২/৩ মাসে আরো ৬/৭টি বিরল প্রজাতির অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।