মহাপূরম হিলগ্রীণ যুব সোসাইটিকে সহযোগিতার আশ্বাস
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে মহাপূরম হিলগ্রীণ যুব সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২সেপ্টেম্বর) সকালে মহাপুরম হিলগ্রীণ যুব সোসাইটির উদ্যোগে রামহরি পাড়ার সোসাইটির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহাপুরম হিলগ্রীণ যুব সোসাইটির পৃষ্ঠপোষক বিমল তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম ও বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক রুপক বড়ুয়া প্রমুখ।
সভায় বক্তরা প্রধান অথিতি শহিদুল ইসলাম বলেন, যুবসমাজ যে কোন দেশের মূল্যবান সম্পদ জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহনের উপর অনেকাংশেই নির্ভশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্ক্রতিক পরিমন্ডল। পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশও যুব সমাজ জাতির ভবিষ্যৎ কর্ণধার, নীতি নির্ধারক ও সিদ্বান্ত গ্রহনকারী। জনসংখ্যার সবচেয়ে প্রতিশ্রুতিশীল ও উৎপাদনমূখী অংশ হচ্ছে যুবগোষ্ঠি। দেশের অসংগঠিত, কর্মপ্রত্যাশী এই যুবগোষ্ঠিকে সুসংগঠিত, সুশৃৃঙ্খল এবং উৎপাদনমূখী শক্তিতে রুপান্তরের লক্ষ্যে যুব ও যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি মহাপূরম হিলগ্রীণ যুব সোসাইটিকে যুব সমাজের বেকাত্ব দূরীকরণে সকল ধরনের সহযোগতিার আশ্বাস দেন।
মহাপুরম হিলগ্রীণ যুব সোসাইটির পৃষ্ঠপোষক বিমল তালুকদার বলেন, অনেক কষ্টের বিনীময়ে এ সংগঠনটি মানুষের কল্যাণে দাড় করানো হয়েছে। ইতিমধ্যে সামাজিক উন্নয়ন মূলক কাজে সদস্যরা কাজ করে যাচ্ছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগীতা পাওয়া গেলে সমাজ ও এলাকার উন্নয়নে ভালো ভুমিকা রাখতে পারবো।