বিক্ষোভে জনসমুদ্র
লামায় আওয়ামী লীগের স্মরণকালের বৃহৎ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
লামায় স্মরণকালে বৃহৎ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ই আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১১টায় লামা পৌর বাস টার্মিনালে লামা পৌরসভা ও ৭টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা মিছিলে মিছিলে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি বাস টার্মিনাল হতে শুরু হয়ে লামা বাজার প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভাস্থলে মিলিত হয়।
লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল এবং লামা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিছিলের নেতৃত্ব দেয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর মোঃ রফিক সহ প্রমূখ।
লামা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, মোস্তফা জামাল, মোঃ জহিরুল ইসলাম ও মোঃ রফিক। প্রখর রোদকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ সমাবেশে বক্তাদের কথা শুনেন।
একটা দুইটা বিএনপি ধর-ধরইরা ধরইরা বস্তা ভর, শেখ হাসিনার সরকার-বার বার দরকার, মুজিব কন্যার সরকার-উন্নয়নের সরকার, ৭১’র দালালেরা-হুশিয়ার সাবধান, জামায়াত বিএনপি রাজাকার-এই মুহুর্তে বাংলা ছাড়” ইত্যাদি স্লোগানের মঙ্গলবার দিনে কাঁপছে লামার রাজপথ। প্রতিবাদ সমাবেশে আওয়ামীলীগ নেতারা বলেন, “বিএনপি’র সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আবারো শেখ হাসিনা তথা জাতীয় উন্নয়নের সরকার গঠনে আমরা ঐক্যবদ্ধ। পার্বত্য জনপদ-বান্দরবানে ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বীর বাহাদুরকে আবারো বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানান বক্তারা।