শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা অভিযানে অবৈধ সিগারেট জব্দমাটিরাঙ্গায় মিনি ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১দীঘিনালাস্থ কবাখালী জালালাবাদ জামে মসজিদ পরিদর্শনে ইউএনওরাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিতবান্দরবানের থানচিতে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবিরাঙ্গামাটি রাজবন বিহারে দুই দিনব্যাপী দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শুরুদীঘিনালায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনকৃষিজমিতে পোকা দমনে যুগান্তকারী উদ্যোগ হলুদ ফেরোমন ফাঁদজেলা পরিষদের উদ্যোগে মাটিরাঙ্গায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তাখাগড়াছড়ির দীঘিনালায় দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্বার

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ৪মাস ব্যাপি কেয়ার গিভিং উদ্বোধন

৪১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটয়ে ৪মাস ব্যাপী কেয়ার গিভিং উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩আগস্ট) হতে কেয়ার গিভিং কার্যক্রম ক্লাশ শুরু হয়।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ILO(Skil-২১) প্রজেক্ট কতৃক আয়োজিত ২য়(ব্যাচ)র, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল পরিচালক ডা. প্রবীর খিয়াং। সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার (অতিরিক্ত দায়িত্ব)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খ্রিস্টিয়ান হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার বিলিয়ন এ সাংমা, খ্রিস্টিয়ান হাসপাতাল নাসিং ইনস্টিটিউট অধ্যক্ষ লালরাম মৌয়ি বিয়ান।

এসময় বক্তব্য রাখেন ILO কো-অডিনেটার কামরুল হাসান, প্রোগ্রাম ম্যানেজার ও নন টেক বিভাগীয় প্রধান মোহাম্মদ হাসান ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন। অতিথিবৃন্দ বলেন, প্রতিটি মানুষের জন্য অতিগুরুত্বপূণ হলো কেয়ার গিভিং। আগামিতে এ কেয়ার গিভিং এর মূল্য হবে অনেক বেশি। তাই মনোযোগ দিয়ে কেয়ার গিভিং কার্যক্রম করা সকলের দায়িত্ব কর্তব্য।