[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

রাজস্থলীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

৩৫

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির রাজস্থলী শফিপুর এলাকায় ডোবার পানিতে পড়ে জাহিদ (৭) নামের এক শিশু’র করোন মৃত্য হয়েছে। রবিবার (২১আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার তিন নম্বর ইউনিয়নের শফিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জাহিদ ওই এলাকার মোহাম্মদ কাউসারের ছেলে ।

নিহতের নানা মাকসুদ বলেন, জাহিদ ও আরেক ছেলে আবির খেলছিল। আমি কিছু দুরে গরু বাঁধার জন্য গেলে কোন এক সময় পাহাড়ের নিচে ডোবায় পড়ে যায় জাহিদ । আমি এসে দেখি ডোবার পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে সুখ বিলাস সারজা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিন নম্বর বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের সদস্য আবদুল কাদের জানান, শফিপুর এলাকায় একটি শিশু পানিতে পড়ে মারা গেছেন। পরিবারের অসাবধানতার কারণে প্রতিনিয়ত এ ঘটনা ঘটে ।

এ ব্যাপারে চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ( ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনা শুনেছি, পরিবারে কোন অভিযোগ না থাকায় শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।