মানিকছড়িতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা
বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহব্বান
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলা ও দেশ বিরোধী বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ আগস্ট) সকাল ১১টায় কলেজ ছাত্রলীগের উদ্যোগে ভয়াল গ্রেনেড হামলা ও দেশ বিরোধী বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রেও বিরুদ্ধে নানা স্লোগানে বিক্ষোভ মিছিলটি কলেজ থেকে বের হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে আমতল ভূইয়া মার্কেটে পথসভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক’র সঞ্চালনায় পথসভার সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ আবু জাফর। এতে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র সদস্য মোঃ মাঈন উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল হোসেন বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ২০০৪ সালের এই দিনে অতর্কিত গ্রেনেড হামলায় কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের চিৎকার আর আর্তনাদে সেখানে তৈরি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি। এদিন আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে দলটির সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা এবং গুলি চালান ঘাতকরা। এই ঘটনায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন। সেই সাথে আহত হন পাঁচ শতাধিক নেতাকর্মী। যাদের অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। সেই স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুকে হত্যাকারীরা আজও নানা ষড়যন্ত্র করছে দেশে অরাজকতা সৃষ্টি করতে। তাই বিএনপি-জামায়াতে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সকল নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকার আহব্বান জানান বক্তারা।
খাগড়াছড়ি সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়াকে ও মানিকছড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের হুশিয়ারী দিয়ে বক্তারা আরো বলেন, আপনারা ২০০১ ও ২০১৩ সালের কথা ভূলে যাবেন না। সেই সময়ের কথা যদি মনে করিয়ে দেন তাহলে এর পরিনাম ভালো হবে না। নতুন করে কোনো অরাজকতা সৃষ্টি করতে চাইলে আপনাদের কঠোর হাতে দমন করারও হুশিয়ারী দেয়া হয় পথসভা থেকে।