[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় সমলয় চাষাবাদের বোরো ধান কর্তন কার্যক্রম উদ্বোধনরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৫০০ পরিবারের মাঝে বিজিবি ’র খাদ্যশস্য বিতরণলংগদুতে ট্রলি দূর্ঘটনায় এবার চালকেরও মৃত্যু হয়েছেখাগড়াছড়ির দীঘিনালায় মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বেহাল দশা, মাত্র ২ জন চিকিৎসকবাঘাইছড়িতে বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণগৌতম বুদ্ধ ২৫৬০ বছর আগে জগতে আবির্ভূত হয়েছিলেনহৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিম মারা গেছেনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সদস্য আটকখাগড়াছড়ির দীঘিনালায় বোরো ধানের বাম্পার ফলন
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকল হাসপাতালে নার্সদের দক্ষতায় নবজাতক শিশুর জন্ম

২২১

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটি বরকল উপজেলায় নার্সদের দক্ষতায় বিনা অস্ত্রোপচারে বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিকভাবে নবজাতক শিশুর জন্ম হয়েছে। গত শুক্রবার বিকাল ৪টা ৪৭ মিনিটে বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার রিমন এর নেতৃত্বে সিনিয়র নার্স অন্বেষা চাকমা ও মেনিলা চাকমা সহ ৩ জনের দক্ষতায় দেবাশীষ চাকমার গর্ভবতী স্ত্রীর স্বাভাবিকভাবে কন্যা শিশু জন্ম দেন।

নবজাতক শিশুর পিতা দেবাশীষ চাকমা জানান, আমার স্ত্রীর নরমাল ডেলিভারি হওয়ায় আমি অত্যন্ত খুশি। আর বলতে গেলে বরকল হাসপাতালের নার্সদের চিকিৎসা সেবার ব্যাপারে আন্তরিকতার কমতি ছিল না। বিশেষ করে আমার স্ত্রীকে বাচ্চা প্রসবের জন্য হাসপাতালে নিয়ে আসার মুহূর্ত থেকে বিভিন্ন পরামর্শ চিকিৎসা শুরু করে চিকিৎসা সেবায় কোনো ঘাটতি ছিল না। নার্সদের মধ্যে বিশেষ করে অন্বেষা দিদির অবদান ছিল অনেক বেশি। তাদের দক্ষতায় আমার স্ত্রীর স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হয়। তাই তাদের কাছে কৃতজ্ঞ। সেই সাথে বরকল হাসপাতালে গর্ভবতী মহিলাদের জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন রয়েছে জরুরি। দেখা গেছে, একইদিনে ভর্তি হওয়া এক গর্ভবতী মহিলা হাসপাতালে টেস্ট(পরীক্ষা) করার আধুনিক যন্ত্রপাতি না থাকাতে তাকে রাঙ্গামাটিতে যেতে হয়। আর রাঙ্গামাটি সদর হাসপাতালেই নরমাল ডেলিভারিও হয়। সেজন্য বরকল উপজেলা জনবহুল এলাকা হিসেবে হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবার সুব্যবস্থা থাকা দরকার রয়েছে।

এ ব্যাপারে কর্তব্যরত নার্সরা জানান,গত শুক্রবার সাক্রাছড়ি এলাকার এক গর্ভবতী মহিলাকে নরমাল ডেলিভারি করানো হয়। চলতি মাসে ঔই গর্ভবতীসহ মোট ৬ জন গর্ভবতী মহিলা বরকল হাসপাতালে ভর্তি হন। তার মধ্যে ৪জন গর্ভবতী মহিলার নরমাল ডেলিভারি করানো হয়। বাকী দুজনের মধ্যে একজন হোম ডেলিভারি, আরেকজন ব্লাডিং ও প্রেসার (উচ্চ রক্তচাপ) থাকায় রাঙ্গামাটি সদর হাসপাতাল প্রেরণ করা হয়। তবে হাসপাতালে কোনো গর্ভবতীকে নিয়ে আসা হলে নিজের দায়িত্ববোধ থেকে যতটুকু সম্ভব তাদের চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করা হয়। আর কোনো অবস্থায় সম্ভব না হলে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটিতে প্রেরণ করা হয়।

তারা আরও জানান,বরকল হাসপাতালে কিছু সমস্যাও রয়েছে। এরমধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নেই,আলাদা লেবাররুম নেই এবং আলাদা চেকআপ রুমের সুব্যবস্থা নেই। তারপরও আমরা অনেক ধৈর্যের সাথে ডেলিভারির কাজগুলো করি। ইতোমধ্যে দেখা গেছে হাসপাতালে যদিও আল্ট্রা চেকআপের আধুনিক মেশিন নিয়ে আসা হলেও অপারেটর না থাকায় কোনো কাজে আসছে না। যার জন্য সে সুবিধাও সাধারণ গর্ভবতী মহিলারা পাচ্ছেন না। সুতরাং প্রত্যন্ত এলাকা হিসেবে আধুনিক চিকিৎসা সেবায় কিছুটা হলেও পরিবর্তন হওয়া দরকার।