[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটি জেলা বিএনপি সাংগঠনিকভাবে সুশৃঙ্খল, নির্বাচনে বিজয় আমাদের ঘরে দেবেখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানআবার আসছে বিটিভির নতুন কুঁড়িরাঙ্গামাটির লংগদুতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতরামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে জরিমানাবিএফআইডিসি এলপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়ে খুনে জড়িত নাতি সাইফুল গ্রেফতারখাগড়াছড়িতে জেলা প্রশাসকের সঙ্গে সনাকের অধিপরামর্শ সভা অনুষ্ঠিতশিক্ষাসেবার মনোন্নয়নে সনাক কর্তৃক বিদ্যালয়ে এসিজি কমিটি গঠনরাঙ্গামাটির রাজস্থলীতে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাতারাতি বাড়ছে গ্যারেজ ও টমটম-অটোরিকশা

বান্দরবানের লামায় বিদ্যুৎ যাচ্ছে টমটমের পেটে

৭৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা পৌর শহর ও ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে টমটমের গ্যারেজ। এসব গ্যারেজে টমটমের ব্যাটারি চার্জের জন্য নামমাত্র মিটার ব্যবহার করে অবৈধ ভাবে সংযোগ দিয়ে গ্যারেজ ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন কয়েকজন গ্যারেজ মালিক। আর এ কারণে উপজেলায় প্রতিনিয়ত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, লামায় শতাধিক গ্যারেজে অবৈধভাবে প্রতিদিন ১ থেকে ২ হাজারেরও বেশি ব্যাটারী চালিত টমটম চার্জ করা হয়। ফলে একদিকে যেমন সরকার হারাচ্ছে হাজার হাজার টাকার রাজস্ব, অন্যদিকে অপরিকল্পিত ঝুঁকিপূর্ণভাবে চোরাই বিদ্যুৎ ব্যবহার করে গ্যারেজ করায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, সেই সাথে দেখা দিয়েছে বিদ্যুৎ ঘাটতিও। সেখানে অভিযোগ রয়েছে, বিদ্যুৎ অফিসের কিছু কর্মচারীদেরকে ম্যানেজ করেই গ্যারেজ মালিকরা বহাল তবিয়তে এসব ব্যবসা করে যাচ্ছেন।

সরজমিনে ঘুরে দেখা গেছে, লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া, বাজার এলাকা, মধুঝিরি, লাইনঝিরি, ছাগলখাইয়া, হরিণঝিরি, চাম্পাতলী, কলিঙ্গাবিল, লামামুখ, রাজবাড়ি, কুড়ালিয়াটেক, সাবেক বিলছড়ি, নয়া পাড়া, রূপসীপাড়া ইউনিয়নের দরদরী, ইব্রাহিম লিডার পাড়া, রূপসীপাড়া বাজার, অংহ্লা পাড়া, বমু বিলছড়ি সহ বিভিন্ন স্থানে প্রায় শতাধিক টমটম গ্যারেজে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাইন থেকে চোরাইভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। শুধু তাই নয়, ওই লাইন গুলোতে ব্যবহার করা হচ্ছে খুবই নিম্নমানের সরঞ্জাম।

অনুসন্ধ্যানে জানা গেছে, লামা উপজেলায় ১ থেকে ২ হাজারের বেশি ব্যাটারি চালিত টমটম, অটোরিকশা, বিভাটেক চলাচল করে থাকে। এসব টমটমের ব্যাটারি চার্জ দেয়ার জন্য ছোট বড় মিলিয়ে শহরের বিভিন্ন স্থানে ১শ’র বেশি গ্যারেজ স্থাপন করা হয়েছে। যার মধ্যে কিছু বৈধ হলেও অধিকাংশ গ্যারেজ অবৈধ। এসব গ্যারেজে টমটম চার্জ দেয়ার ফলে অতিরিক্ত চাপ সামলাতে না পেরে বিদ্যুতের লোডশেডিং সৃষ্টি হয়। প্রায় সময়ই দেখা যায় অতিরিক্ত লোডের কারণে মেইন লাইনের তার ছিঁড়ে যায়। বিদ্যুৎ ঘাটতির জন্য টমটমের ব্যাটারি চার্জকেই দায়ী করছেন শহরবাসী। এ ব্যাপারে কয়েকজন গ্যারেজ মালিক বলেন, লামায় কোন অবৈধ টমটম গ্যারেজ নেই। বাণিজ্যকভাবে লাইন নিয়ে অনেকে ব্যবসা পরিচালনা করছেন।

লামা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মোঃ সাজ্জাদ সিদ্দিকী বলেন, আমাদের হিসাব মতে লামা-আলীকদমে ৬৬টি টমটম-অটোরিকশা গ্যারেজ রয়েছে। লামা সাব-স্টেশনের অধিনে বিদ্যুতের চাহিদা ৪ থেকে সাড়ে ৪ মেগওয়াট। যার তুলনায় বিষয়টি অপ্রতুল। তবে ব্যাটারী চালিত নতুন টমটম গাড়ি আসলে বিদ্যুতের বাড়তি চাপ পড়তে পারে। তারপরেও কোন অসাধু ব্যক্তি যদি অবৈধ লাইন দিয়ে এসব অপরাধ কর্মকান্ড করে থাকে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।