[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশবান্দরবানে নারী ধর্ষণ-হত্যার ঘটনা প্রশাসন ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবিবান্দরবানে থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চার সংগঠনের নিন্দানিলামে বৈধতা পাচ্ছে, আগামীতে জব্দ বালু নিলাম বন্ধ: বান্দরবান জেলা প্রশাসকখাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকান্ডের ঘটনা, দুঃখের বিষয় আসামীকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেনবান্দরবানের থানছিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগবান্দরদবানের আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ অর্থ প্রদানবড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালন
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ

৮৮

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

২০১৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ।

বুধবার (১৭ আগস্ট) বিকাল সারে ৪টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বোয়ালখালী গরু বাজার ও বোয়ালখালী নতুন বাজার এলাকার মেইন সড়ক পদক্ষিন করে। এরপর বিক্ষোভ মিছিলটি উপজেলার কলেজ গেইট এলাকায় এসে শেষ হয়। এসময় কলেজ গেইট এলাকায় সমাবেশ যোগদেয় নেতাকর্মীরা। এতে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (রাজু)’র সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম। এতে বক্তব্য প্রদান কালে আলহাজ্ব মোহাম্মদ কাশেম বলেন, ‘বিএনপি- জামাত জোট সরকার ক্ষমতায় এসে বাংলাদেশকে অকার্যকর রাস্ট্রে পরিনত করার লক্ষে ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি জামায়াতের মদপুষ্ঠ নিষিদ্ধ জঙ্গি সংগঠন (জেএমবি) একযোগে সারাদেশে ঘৃণ্য ও নরকীয় সিরিজ বোমা হামলা চালিয়ে ছিলো। ২১ থেকে ২৪ বার বঙ্গবন্ধু কন্যাকে হত্যা লক্ষে বোমা হামলা করেছিলো। বিএনপি হামলা ও বোমার রাজনীতি করে। অন্যদিকে আওয়ামীলীগ সরকার নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে।’

এসময় সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, যুগ্ম- সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, সাধারণ সম্পাদিকা ও মেরুং ইউপির চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক মোহাম্মদ শফিক, সাংগঠনিক সম্পাদক মনির ফরাজি, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জীবন চৌধুরী উজ্জ্বল সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।