[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স’মিল মালিককে ৬০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভাবাঘাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির দীঘিনালায় ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ সনদ প্রদানরাঙ্গামাটির লংগদু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভারাঙ্গামাটির লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়িতে দেড় দশক পর সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের কাউন্সিল সম্পন্নরামগড় ৪৩ বিজিবির উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটকএকটি দল দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যাস্ত আছে, খাগড়াছড়িতে চরমোনাই পীর
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাবিপ্রবির প্রাক্তন উপাচার্যের মৃত্যুতে পাহাড়ে শোকের ছায়া

৪০

॥ মোঃ আরিফুর রহমান ॥

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও প্রথম ভাইস-চ্যান্সেলর এবং প্রকল্প পরিচালক প্রফেসর শিক্ষাবিদ ড. প্রদানেন্দু বিকাশ চাকমা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৭আগষ্ট) সকাল ৮ঃ২০ ঘটিকায় খাগড়াছড়ি সদর হাসপাতালে তিনি মারা যান। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

পারিবারিক সূত্র জানায়, ৬ দিন আগে ডায়রিয়া জনিত অসুখে তিনি খাগড়াছড়ির একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। চিকিৎসায় বেশ সুস্থও হচ্ছিল। পরে তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয়। খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসকরা একটি মেডিকেল বোর্ড গঠন করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করে। কিন্তু জেলায় শীর্ষ পর্যায়ের জনপ্রতিনিধির অনুরোধে তাঁকে খাগড়াছড়িতে চিকিৎসা ব্যবস্থা করা হয়। গতকাল মঙ্গলবার তাঁর শরীরে সুগার ও অক্সিজেন লেভেল কমে গেলে পরে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

এদিকে তাঁর মৃত্যুতে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়ায় রূপনেয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার,এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, পার্বত্য সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাপ্তাহিক পাহাড়ের সময়ের সম্পাদক-প্রকাশক মিলটন বড়ুয়া সহ সাংবাদিকবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দরা শোক জানান।

শিক্ষাবিদ ড.প্রদানেন্দু বিকাশ চাকমা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ১ম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি পুনঃনিয়োগ লাভ করেন এবং ২০২২ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে রাবিপ্রবি’র উপাচার্যের দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২১ সালে তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খ-কালীন সদস্য হিসেবে মনোনীত হন।
তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে ১৭ আগষ্ট রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণী কার্যক্রম ও পরীক্ষা বন্ধ রাখা হয়।