[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় দ্বৈত কর-এ দিশেহারা কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় স’মিল মালিককে ৬০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভাবাঘাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির দীঘিনালায় ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ সনদ প্রদানরাঙ্গামাটির লংগদু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভারাঙ্গামাটির লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়িতে দেড় দশক পর সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের কাউন্সিল সম্পন্নরামগড় ৪৩ বিজিবির উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
[/vc_column_text][/vc_column][/vc_row]

স্বাস্থ্য সেবার মানোন্নয়নে খাগড়াছড়িতে সনাক-টিআইবির অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ গঠন

১৪৯

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলার স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষে মঙ্গলবার (১৬আগস্ট) অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নতুন প্রকল্প ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলি (প্যাকটা)’ এর আওতায় স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবা গ্রহণের অভিজ্ঞতার আলোকে তৃণমূল পর্যায়ের সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি খাগড়াছড়ি আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সনাকের সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান। এ সময় তিনি বলেন, আমরা আইনের শাসন এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, সোনার মানুষ দেখতে চাই। এজন্য সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল স্বাস্থ্য খাতে চট্টগ্রাম বিভাগের প্রথম। জেলার এটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই সেবা প্রতিষ্ঠানের চিকিৎসা সেবার মান কীভাবে আরও বৃদ্ধি করা যায় সে লক্ষ্যেই আমরা এই হাসপাতাল কেন্দ্রিক একটি অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন করতে যাচ্ছি।

পরে তিনি খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল কেন্দ্রিক ১৫ সদস্য বিশিষ্ট অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। এতে বিনা প্রতিদ্বন্ধিতায় কুজেন্দ্র মল্লিকা মর্ডাণ কলেজের প্রভাষক (ইংরেজি) পারভিন আকতার সমন্বয়ক ও ব্লাডম্যান-খাগড়াছড়ির প্রতিষ্ঠাতা দীনেশ ত্রিপুরা সহ-সমন্বয়ক (পুরুষ) মনোনীত হয়। অন্যদিকে সহ-সমন্বয়ক (নারী) পদে আওয়াবাই মারমা নির্বাচনে বিথী হাওলাদারের সাথে ০১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়।

সভায় বক্তব্য রাখেন, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রিপল বাপ্পী চাকমা, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ রাজেন্দ্র ত্রিপুরা, গাইনি রোগ বিশেষজ্ঞ ডাঃ জয়া চাকমা, ডাঃ পূর্ণ জীবন চাকমা, ডাঃ সুবর্ণা চাকমাসহ প্রমুখ। টিআইবি খাগড়াছড়ির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রহমান সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য ও সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক মোঃ জহুরুল আলম।