মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শোক দিবস পালন
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কর্তৃক শোক র্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫আগষ্ট) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে, অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বীর-মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আবুল হাশেম।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়। একই সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, খাগড়াছড়ি জেলা বীর-মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের বীর- মুক্তিযোদ্ধা সভাপতি হারুন মিয়া। মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বীর-মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি হাসানুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।
সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরেন। একই সাথে বঙ্গবন্ধুর জীবনী ও নেতৃত্বের গুনাবলী আলোচনা করেন। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মন্তব্য করে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন বলেন, বঙ্গবন্ধু বাংলার মানুষের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ সে স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। দেশে তেলের দাম বৃদ্ধি নিয়ে গুজব ছড়ানোদের সাবধান করিয়ে দিয়ে তিনি বলেন, বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি বলেই দেশে তা সমন্বয় করা হয়েছে।
অনুষ্ঠানে অত্র উপজেলা ও পৌর এলাকার বীর-মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।