বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫আগষ্ট) সকালে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি।
জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার জেরিন আখতার, স্থানীয় সরকার উপ- পরিচালক লুৎফর রহমান, পৌর মেয়র ইসলাম বেবীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অন্যদিকে দিবসটি উপলক্ষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দলের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।