[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে তামাক নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতকাপ্তাই বিএসপিআইয়ের পরিত্যক্ত সাত প্রতিষ্ঠানে অগ্নিকান্ডপাহাড় কাটার দায়ে লামায় দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানাবান্দরবানের লামা পৌরসভার ১৩ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণারামগড় উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠনদীঘিনালায় সাম্প্রীতি প্রতিষ্ঠায় সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনা সভাআলীকদমে সাম্প্রীতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতরাজস্থলীতে কৃষি অধিদপ্তরের সার-বীজ ও চারা বিতরণকাপ্তাইয়ে আইন শৃংখলা কমিটির সভা, মাদক থেকে বাঁচতে চাইওয়ান মিলিয়ন লিডার্স এশিয়া চ্যাম্পিয়ন ফেলো রামগড়ের আফরিণ তিশা
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে জীববৈচিত্র রক্ষার্থে দেশীয় প্রজাতির দেড় লক্ষ চারা রোপন

৯১

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটি পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ উদ্যোগে বিলুপ্ত প্রজাতির সহ দেড় লক্ষ গাছের রোপন করা হয়েছে। ঝওউ-ঈঐঞ প্রকল্পের আওতায় অঘজ বাগান কার্যক্রম করে চলছে রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগ। জীববৈচিত্র রক্ষার্থে দেশীয় প্রজাতির গাছের চারা রোপন কার্যক্রম এ আয়োজন। দক্ষিণ বন বিভাগের আওতায় পরিত্যক্ত, খালি জায়গায়, কাপ্তাই, কর্ণফুলী, আলী খ্রিয়ং, ফারুয়া রেঞ্জে চলছে এ উদ্যোগ। তারই ধারাবাহিকতায় কাপ্তাই রেঞ্জের সদর বিটসহ বিভিন্ন বিটে ২০২১-২২ অর্থ বছরে ২৫০হেক্টর জায়গায় ১লাখ ২৫ এবং কর্ণফুলী রেঞ্জে ৫০হেক্টরে ২৫ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির দেশিও চারার মধ্যে রয়েছে । রক্তন, রসকাউ, বুদ্বনারিকেল, পিত্তনজালা, পিত্তরাজ, গোদা, ধারমারা, বৈলাম, উড়িজাম, গর্জন, শাল, চাপালিশ, আমলকি, হরতকি, বহেরা, জারুল, কদমসহ ইত্যাদি। হারিয়ে যাওয়া দেশিও প্রজাতি গাছ রোপনে জীববৈচিত্র, পশুখাদ্য বাগানে পরিনত হবে। এর ফলে বনে জীববৈচিত্ত পুনরায় ফিরে আসবে।

রাঙ্গামাটি বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান ও ছালে মোঃ শোয়াইব খান(ডিএফও) রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসাইনসহ বন কর্মকর্তাগণ কাপ্তাই রেঞ্জের রোপনকৃত গাছ পরিদর্শন করে। এবং গাছের রোপনকৃত গাছের চারা দেখে সন্তোষ প্রকাশ করে। বন সংরক্ষক গাছের রোপনকৃত চারা পরিষ্কার পরিছন্নতা ও পরিচর্যার বিষয়ে আরও যত্নবান হওয়ার জন্য রেঞ্জ কর্মকর্তা কে আহবান জানান।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, আমরা পাহাড়ের পরিত্যক্ত শূন্য জায়গায় জীববৈচিত্র্য রক্ষার্থে বিলুপ্ত হয়ে যাওয়া দেশীয় প্রজাতির বিভিন্ন গাছ রোপন করেছি।