কাপ্তাই রাইখালী ভ্রাম্যমান অভিযানে ৫ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায়
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজারে ভ্রাম্যমান আদালতের ৫ মামলায় ৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রাইখালী বাজারে অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
ভোক্তা সংরক্ষন অধিকার আইন লঙ্গন করায় দায়ে মেয়াদোত্তীর্ণ ও অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রর্দশন না করা এবং লাইসেন্স বিহীন দোকান পরিচালনা করার অপরাধে ৫ টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ পণ্য ধবসংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, প্রসিকিউসন অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস, চন্দ্রঘোনা থানা পুলিশ এর সদস্যরা।