[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালনরাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি ব্রিজ ভেঙ্গে যেতে পারে পড়ার যে কোন সময়খাগড়াছড়ির দীঘিমালায় হর্টিকালচার সেন্টার’র চাষীদের মাঝে চারা বিতরণবান্দরবানের আলীকদমে ইয়াবা সেবন, কৃষক দলের সভাপতি আলম সহ আটক ৪খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তামাক চুল্লিতে আগুন, ব্যাপক ক্ষতিবাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জনবান্দরবানের থানচি ইউএনও’র সাথে যুব ক্রীড়া পরিষদের সৌজন্য সাক্ষাৎ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাষ্ট্রীয় মর্যাদা ও শেষ শ্রদ্ধায় চির নিদ্রায় শায়িত হলেন মানিকছড়ির বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া

১৬৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

রাষ্ট্রীয় মর্যাদা ও শেষ শ্রদ্ধায় চির নিদ্রায় শায়িত হলেন মানিকছড়ি উপজেলাধীন একসত্যাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুরুজ মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

রবিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলার একসত্যাপাড়া এলাকার তার নিজ বাড়ির সামনেই উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী ও অফিসার ইনচার্জ মোঃ শাহানূর আলম’র উপস্থিতিতে খাগড়াছড়ি পুলিশ লাইনের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। প্রথমে তাঁর মরদেহে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাকে দাফন করা হয়।

এ সময় মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদনী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউল আলম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মানুষ তার জানাজায় অংশগ্রহণ নেন।

উল্লেখ্য গত (৩০ জুলাই) শনিবার বার্ধক্য জনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শ্বাসকষ্ট ও বুকের ব্যাথা নিয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৯ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।