জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাটিরাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময়
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
“নিরাপদ মাছে ভরবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) সুদৃষ্টি চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা কৃত্তি বিজয় চাকমা।
লিখিত বক্তব্যে জানানো হয়, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে ১ম দিনে ব্যাপক প্রচারণা সহ সাংবাদিকদের সাথে মতবিনিময়। ২য় দিনে উদ্বোধনী অনুষ্ঠান, স্থানীয় পর্যায়ে ৩জন সফল মৎস্য চাষিদের পুরষ্কার প্রদান। ৩য় দিনে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়। ৪র্থ দিনে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইর কোর্ট পরিচালনা। ৫ম দিনে পুকুরের পানি ও মাটি পরিক্ষা ও মৎস্য সেক্টরের অগ্রগতি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৬ষ্ট দিনে সুফলভোগীদের প্রশিক্ষণ এবং বিভিন্ন উপকরণ বিতরণ। শেষ দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান হবার কথা রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অ: দা:) সুদৃষ্টি চাকমা বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়ন, ক্রমবর্ধমান বিপুল জনগোষ্ঠি আমিষের চাহিদা পুরণ, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এবং সর্বোপরি জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম।
এ সময় মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন জয়নাল, সদস্য মোঃ আবুল হাসেম, সদস্য কমল কৃষ্ণ দে ও ছোটন চৌধুরী উপস্থিত ছিলেন।