পরে ঐ নারী বদমায়েশদের পিটাইয়া বাড়ি হইতে বাহির করিয়া দিয়াছে
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে আবারো কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইতেছে তয় দুর্বলও হইতেছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ আর অভিযোগ। আমিও শাররীক মানসিক অর্থনৈতিক বেকায়দায়, শক্ত করিয়া কলমও ধরিতে পারিতেছিনা। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। ভাইপো-রে বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কারমতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর পাবলিকের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তাই তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের কথা লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ারার দেয়া ব্লেক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। এত সেবা করিতে হইলে জেঠার অবস্থাটা কে দেখিবে। রাইতে জেঠিরে দু চারটি কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি হইয়া পড়ে। পাহাড় পর্বতের খেটে খাওয়া মানুষ অমানুষগোর সুখ দুঃখের খবর হ¹ল জেঠাগোর নিকট উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। নতুন করিয়া বিশে^র ভাইরাস করোনাতো কারো কথাই শুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুতেও পারে না। মানুষের দেহে থাকা ভাইরাসগুলোর মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বাদ। যত নষ্টের মূল হইলো করোনা। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, খালি বায়না ধরে জঙ্গল দেখবো, পাহাড় নদী নালা দেখবো। আমি জেঠা কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি…
মিলটন জেঠা কহিলো, মহালছিতে কিশোরী ধর্ষণ ঘটনা লইয়া শেষমেষ মামলা হইয়াছে। পুলিশ অপরাধী আল অমিনকে আটক করিয়াছে। স্থানীয় আমামীলীগের নেতা রতন শীল এই মহা অপরাধে বিচারক কিনা প্রশ্ন তুলিতেছে। পাহাড়ের জেঠা-জেঠিরা প্রশ্ন করিতেছে অপরাধীরে ধরাই না দিয়া রতন শীলরে বিচারকের দ্বায়িত্ব কে দিয়াছে। কথা হইলো এই অপকর্মকে যারা প্রশ্রয় দিতাছে তাঁগোরেও বিচারের কাঠ গড়ায় দাঁড় করনের দরকার, চিন্তায় আছি…
রফিক জেঠা কহিলো, আমাগো প্রধানমন্ত্রী জেঠির হতদরিদ্রদের জইন্য দেয়া বাড়ি লামায় এক কোটিপতিও পাইয়াছে। ফেইসবুকের জেটার দল কহিলো কৃষকলীগের ইউনিয়ন সভাপতি মৃদুল কান্তি দাশ এই বাড়ি পাইয়াছে। দরিদ্রবাড়ি ধনীর কাছে এ ঘটনা লইয়া হেইখানে কেউ হাসিতেছে আর কেউ কপাল চাপড়াইতেছে। জেঠা-জেঠিরা প্রশ্ন তুলিতেছে পার্বত্য চট্টগ্রামে আমামীলীগের নেতা হোতারা কি আলাদীনের চেরাগ পাইয়াছে। যা মনে হইতেছে এই জেঠা লোভ সামলাইতে পারে নাই। আমাগো ইউএনও জেঠার উচিত তাইনের বিরুদ্ধে ব্যবস্থা লওনের, চিন্তায় আছি…
আলম জেঠা কহিলো, যুবলীগের নেতা নাসির হত্যা চেষ্টার ঘটনায় আরো দুই নেতাকে জেলে ভরাইয়াছে আদালত। ক্ষমতার দাপট, ভাগভাটোয়ারা, দলাদলী লইয়ায় রাঙ্গামাটি যুবলীগ ছাত্রলীগ মহাকোন্দলে জড়াইয়াছে। এইসব লইয়া নিজের মানতো যাইতেছে দলেরেও যুবাইতেছে, চিন্তায় আছি…
শাহ জেঠা কহিলো, অস্ত্রধারীরা নানিয়ারচর উপজেলায় চা দোকানদার সুরেশ জেঠারে গুলি করিয়া হত্যা করিয়াছে। গেল মঙ্গলবার উপজেলা ঘিলাছড়িস্থ রাবার বাগান এলাকায় এই ঘটনা। অস্ত্রধারী জেঠারাতো পার্বত্য চট্টগামের জেঠা-জেঠিদের ইচ্ছে হইলেই চা’র মতন গিলিতে বসে। জেটাগোর কি দয়ামায়া নাই। ভয়ে কাতুর জেঠা-জেঠিরা কহিলো দয়া করিয়া এইসব ক্ষেমা দওনের দরকার, চিন্তায় আছি…
সুমন জেঠা কহিলো, আমাগো জেলা প্রশাসনের মাজিস্ট্রেট জেঠারা অভিযান চালাইয়া মাছ বাজার হইতে নির্দিষ্ট সাইজের ছাড়া বিক্রয় নিষিদ্ধ কার্প জাতীয় মাছ জব্ধ করিয়াছে। মৎস্য কর্পোরেশনের জেঠারা কহিলেন, ২৩ সেন্টি মিটারের নীচে কেউ কোন মাছ বিক্রি করিলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হইবে। কথা হইলো আমাগো মুরুক্ক জাইল্লা, মাছ বিক্রেতা আইনও বুঝে না সাইজও দেখেনা জালে পাইলেই ড্রামে ভরিতেছে। এইকামেইতো মাছের প্রজম্মও শেষ অতেৃর যোগান মেষ। কথা হইলো গুরিন্দা লাগাইয়া দফায় দফায় অভিযান চালাইতে হইবে, চিন্তায় আছি…
বদি জেঠা কহিলো শহরের ইয়াবার কারবারতো আবারো জমাট বাঁধিয়াছে। নানান কৌশল পল্টাইয়া খেমতা ব্যবহার করিয়া পোলাপাইন এই কারবার চালাইয়া যাইতেছে। আমাগো থানায় পুলিশ কর্তা জেঠার অভাব না থাকিলেও ইয়াবা কারবারি ধরিতে অভাব দেখা যাইতেছে, কথা হইলো যারে যে গিলিতে পারে তাইনেগো কি, এই হইলো অবস্থা, চিন্তায় আছি…
বিনয় জেঠা কহিলেন, রাঙ্গামাটি ফ্রেন্ড ক্লাব এর নির্মান কাইজ বন্ধসহ যা হইয়াছে হ¹লই উঠাইয়া নিতে এইবার দেশের নদী কমিশন জেলা প্রশাসককে পত্র পাঠাইয়াছে। কমিশন কহিলো নদী, নালা, খাল-বিল, বলাশয় জলাধার হ¹লই পাবলিক সম্পতি এইসব সম্পদ বন্দোবস্ত,ইজারা, দেওন যাইবেনা। যদি দিয়া থাকেন তাও উদ্দার করিতে হইবে। যাউ¹া বহুত পরে হইলেও কমিশনের হুঁস হইয়াছে। কথা হইলো কাপ্তাই হ্রদের জায়গা যা গিলিয়াছে তা বাহির করিতে আমাগো প্রমাসনকে কঠোর হইতে হইবে, চিন্তায় আছি…
কামলা জেঠা কহিলেন, চাকুরী দেয়ার নাম করিয়া ফাটা কপাইল্লা জেঠা-জেঠিগো হইতে টাকা লুটের ঘটনায় ভুয়া মেজর সুমনকে আদালত জেল হাজতে ভরিয়াছে। ব্যটা বজ্জাতের হাড্ডি লুট করিবার ফন্দি করিতে সোনাবাহিনী আর র্যাব এর মেজর সাজিয়াছিল। নৌবাহিনীতে চাকুরী দিবার নাম করিয়া আমাগো মাবুদ জেঠার সাড়ে সাত লক্ষ টাকা লুট করিয়াছে। তয় এই মেজররে পিটাইয়া পাঁজর ভাঙ্গিয়া দেওনের দরকার, চিন্তায় আছি…
রফিক জেঠা কহিলো, লামায় তক্ষক পাচার করিতে যাইয়া তিন যুবক এখন জেলে। তক্ষকের শইলে কি সম্পদ আছে তা লইয়া বহুত দিনের দলাদলি বলাবলি সমাজে নানান গল্প গুজব রহিয়াছে। তক্ষক লইয়া আমাগো বন্যপ্রাণী গবেষকদের জবাব দেওনের দরকার। দেশে বন জঙ্গলে তক্ষক পাচার হইতেই আছে। পাচারকারীদের বিরুদ্ধে কঠোর না হইলে বনের এই প্রাণী বিলুপ্ত হইয়া পড়িবে, চিন্তায় আছি…
সোহেল জেঠা কহিলো, বহুতদিন পলাতক থাকিবার পর এইবার ধরা খাইয়াছে মাতক মামলার আসামী আমির হোসাইন। মাদকের মামলায় সাজা খাইয়া ব্যটা পুলিশরে ফাঁকি দিয়া বহুত দিন পলাইয়া আছিল। গেল বুধবার গোপন সংবাদ পাইয়া পুলিশ এই শয়তানরে ধরিতে সক্ষম হইয়াছে। যাউ¹া এই ফাঁকিবাজ ধরা পড়িয়া অন্যগোরে বাঁচাইয়াছে। সাজা বাড়াইয়া দেওনের দরকার, চিন্তায় আছি…
নিরত জেঠা কহিলেন, এইবার বরকল উপজেলার ভূষণছড়া গেত্যা মহাজন পাড়ায় পানি খাইবার কথা বলিয়া ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠির এক নারীকে শ্লীলতহানিসহ ধর্ষণ করিবার চেষ্টা চালাইয়াছে দুই যুবক। এ ঘটনা লইয়া সমাজ নেতারা শালিশ বৈঠক করিয়া ঐ যুবকদেরও দশ হাজার টাকা জরিমানা আর মুচলেখা আদায় করিয়াছে। গ্রামের জেঠা-জেঠিরা কহিলেন, ব্যটারা গাছ কিনিবার জইন্য বাগান চাহিতে আসিয়া ভদ্রতার সুযোগ পাইয়া এই কাম করিতে চাহিয়াছে। পরে ঐ নারী বদমায়েশদের পিটাইয়া বাড়ি হইতে বাহির করিয়া দিয়াছে। যাউ¹া এ নারীর ক্ষতা আছে বটে। তয় নারীগোর শক্ত হইতে হইবে, চিন্তায় আছি…
ভাইপো রে পার্বত্য এলাকায় আরো কতো কান্ডকারখানা দেখিতে শুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁদাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
১৩ সেপ্টেম্বর, ২০২০ খ্রিঃ
ই-পিসি/আর