বরকলে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের নিয়ে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ে কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বরকল থানার প্রতিনিধি উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন।
এসময় বরকল প্রেসক্লাবের সভাপতি শান্তি ময় চাকমা,বরকল ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা,আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা,বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা,বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন,মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা অনুকা খীসা সহ ১২ বিজিবি জোন ও ৪৫ বিজিবি জোন প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,ইতোমধ্য বেপরোয়াভাবে ইঞ্জিন চালিত নৌকা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর বা ইউনিয়ন পরিষদের অনুমোদন থাকা দরকার বলে মনে করেন আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা। ৪৫ বিজিবি জোন প্রতিনিধি বক্তব্য যুক্ত করে বলেন, সীমান্ত এলাকায় বিভিন্ন চোরা চালান,নারী পাচার প্রতিরোধ ৪৫ বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে সকলের সহযোগিতা করার কথা উল্লেখ করেন। আরো ১২ বিজিবি জোন এর প্রতিনিধিও বলেন,ক্ষমতাকে অপব্যবহার নয় বরং জনগণকে সেবা দেয়া হচ্ছে দায়িত্ববান লোকের মূল উদ্দেশ্য। ১২ বিজিবি জোন এর অধীনে১৪ টি দায়িত্বপূর্ণ এলাকা। সংশ্লিষ্ট জোন অধিনায়ক এর ঐকান্তিক প্রচেষ্টায় আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছে।
বরকল প্রেসক্লাব সভাপতি শান্তি ময় চাকমা বলেন, স্ব-স্ব দায়িত্ব পালন করার কারণে বরকল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই সন্তোষজনক। উপজেলার উন্নয়ন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষায় বরকল প্রেসক্লাব সর্বদা পাশে থাকবে বলে আশান্বিত করেন ।
এছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধ,নারী নির্যাতন,মাদক, চোরাচালান,বৈর্জ্য তৈল,নিরাপদ খাদ্য,বাজারের পরিবেশ রক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় উল্লেখ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন,বরকল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্বদা স্বাভাবিক থাকুক এ প্রত্যাশা রাখেন। সেইসাথে বরকলে ইঞ্জিন চালিত যানবাহন নিয়ন্ত্রণ রাখতে বোট চালকদের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আর যাত্রীবাহি লঞ্চে মহিলাদের যাতায়াতের সুবিধার্থে সংশ্লিষ্ট লঞ্চ কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার কথা উল্লেখ করেন। ভবিষ্যতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় তারজন্য সকলের সহযোগিতা কামনা করেন।