[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩বিজিবির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভাবান্দরবানের লামায় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার ৭ দিন পরদীঘিনালা ৭ বিজিবি’র গেইট এখন বীর প্রতীক আবুল হাসেম নামে নাম করণকাপ্তাইয়ে ২৪এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতারাঙ্গামাটি বধির বিদ্যালয়ে ড্রেস ও চারা বিতরণ করলেন জেলা প্রশাসকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাম্বুটান ফল চাষে সম্ভাবনার নতুন দিগন্তখাগড়াছড়িতে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪জাতীয় সমাবেশকে সফল করতে গুইমারা উপজেলা জামায়াতের মিছিলবান্দরবানের লামায় শহীদ জুলাই দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

৩১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যােগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন প্রধানমন্ত্রীর কার্যালয় ইউনিটের এর সহযোগিতায় দিনব্যাপি কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মোঃ আজগর হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথী হিসেবে খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোঃ বাতেন উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এসময় মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ সাজ্জাদ মাহমুদ খান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শেখ আশ্ররাফ উদ্দিন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নাল, জনপ্রতিনিধি সহ অনেকে এ কর্মশালায় অংশগ্রহন করেন।

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যােগ’র মধ্যে রয়েছে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, একটি বাড়ি একটি খামার, নারীর ক্ষমতায়ন আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা,ঘরে ঘরে বিদ্যুৎ, পরিবেশ সু-রক্ষা, স্বাস্থ্য ও কমিউনিটি ক্লিনিক, শিক্ষা সহায়তা ইত্যাদি কাজ সঠিক ভাবে বাস্তবায়ন করে ব্যাপক প্রচারণা এবং বাস্তবায়ন এছাড়া প্রতিবন্ধকতার বিষয়ে সঠিক পরামর্শ প্রদান করাই হচ্ছে কর্মশালার মুল লক্ষ্য।
কর্মশালায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন হওয়ার ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ বাতি জ্বলছে। শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নত হওয়ার ফলে উন্নত পরিবেশে শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ বৃদ্ধি পেয়েছে। ঠিকানাবিহীন মানুষগুলো আশ্রয় কেন্দ্রে তাদের ঠিকানা হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানও বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও সকলের মতামতের ভিত্তিতে মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করা গেলে রাষ্ট্রীয়ভাবে প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণে এটি কার্যকর ভূমিকা রাখবে

কর্মশালায় উপজেলা সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী সহ ৫টি গ্রুপের ৮জন করে ৪০জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।