[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা আস্থার সেতুবন্ধনচিকিৎসক-জনবল সংকটে ব্যাহত খাগড়াছড়ির মানিকছড়ি হাসপাতালের স্বাস্থ্যসেবাবান্দরবানের রোয়াংছড়িতে খিয়াং নারীকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি’র অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দউন্নয়নের পূর্বশর্ত শান্তি, রাঙ্গামাটির রাজস্থলীতে মতবিনিময় সভায় জেলা প্রশাসকবান্দরবানে জন্মনিবন্ধন-নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় প্রত্যয়নপত্র তৈরীর দোকান সিলগালাখাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম সড়ক দুর্ঘটনায় নিহতবান্দরবানে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশবান্দরবানে নারী ধর্ষণ-হত্যার ঘটনা প্রশাসন ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবিবান্দরবানে থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চার সংগঠনের নিন্দা
[/vc_column_text][/vc_column][/vc_row]

রামগড়ে ৬শত পরিবারকে উন্নয়ন বোর্ডের সোলার প্যানেল বিতরণ

৩৮

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার প্রত্যন্ত এলাকার ৬শত পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। বুধবার (৮জুন) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এসব সোলার প্যানেল বিতরণ করা হয়।

অন্তুপাড়া জুনিয়র হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এসব সোলার প্যানেল বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, ‘ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে যেসব দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছাতে সময় লাগবে সেসব এলাকায় সোলার সিস্টেমের মাধ্যমে আমরা বিদ্যুতের ব্যবস্থা করেছি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক যুগ্ম-সচিব মোঃ হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত, পৌর মেয়র রফিকুল আলম কামাল, খাগড়াছড়ি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুজিবুর আলম, রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আলম মজুমদার প্রমুখ।

এই প্রকল্পের মাধ্যমে রামগড় ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৬’শ উপকারভোগী পরিবার পেয়েছে ১০০ ওয়াট (ফুল সেট) সোলার হোম সিস্টেম প্যানেল। এছাড়া পরিবহনের জন্য ৬৫০ টাকা করে দেয়া হয়েছে প্রতিটি পরিবারকে।