[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির জঙ্গল থেকে পরিত্যাক্ত ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার

৩০

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে পরিত্যাক্ত অবস্থায় ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি ১১। সোমবার রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ জুন) বিকালে বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মোঃ নাহিদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদ পেয়ে বাইশারী ইউনিয়নের গহীন জঙ্গলে তল্লাশি চালায়। এসময় ঝোঁপের মধ্যে লুকানো থাকা অবস্থায় ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এসময় ঘটনাস্থল থেকে ১টি ১২ বোর একনলা বন্দুক, ৫টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ৩টি দেশীয় তৈরী পিস্তলসহ মোট ০৯টি অবৈধ অস্ত্র উদ্ধার করে বিজিবি। বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মোঃ নাহিদ হোসাইন বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি, চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।

নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টান্টু সাহা জানান, বিজিবি অভিযানে উদ্ধারকৃত অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।