[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশবান্দরবানে নারী ধর্ষণ-হত্যার ঘটনা প্রশাসন ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবিবান্দরবানে থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চার সংগঠনের নিন্দানিলামে বৈধতা পাচ্ছে, আগামীতে জব্দ বালু নিলাম বন্ধ: বান্দরবান জেলা প্রশাসকখাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকান্ডের ঘটনা, দুঃখের বিষয় আসামীকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেনবান্দরবানের থানছিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগবান্দরদবানের আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ অর্থ প্রদানবড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালন
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন অনার্সের ছাত্র মাইকেল

১৭৭

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটিতে জেলা পর্যায়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের যুব শক্তি বিষয়ক রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন রাঙ্গামাটি সরকারি কলেজে ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র মাইকেল চাকমা। গত শনিবার বরকল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়,বরকল উপজেলার পিছিয়ে পড়া সমাজের মরা অজ্জ্যাংছড়ি গ্রামে বেড়ে উঠা মেধাবী ছাত্র হলেন মাইকেল চাকমা। বর্তমানে রাঙ্গামাটি সরকারি কলেজে অনার্স ১ম বর্ষে ইতিহাস বিভাগে অধ্যয়নরত আছেন।তার বাবা যুগেন্দু বিকাশ চাকমা বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়ন(বিডিআর)এর অবসরপ্রাপ্ত সদস্য।বর্তমানে সে অসুস্থ হয়ে দিনযাপন করছেন।পরিবারের ৩ সন্তানের মধ্যে সবার ছোট ছেলে মাইকেল চাকমা। অর্থোভাবে মাইকেল চাকমা লেখাপড়াও ভালোভাবে চালিয়ে যেতে পারছেন না। বাবার অসুখ চিকিৎসার খরচ যোগাতে বরকলে কলেজ ক্যান্টিনে বেশির ভাগ সময়টা সেখানে ব্যয় করতে হয়।তবে সে লেখাপড়া আর প্রতিযোগিতা কোনটা তিনি বাদ দেন না। যারজন্য মাইকেল চাকমা রাঙ্গামাটিতে জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে মেধার পরিচয় দিয়েছেন।

মাইকেল চাকমার সাথে কথা বলে জানান,আমার কাছে লেখাপড়া করাটা একধরনের নেশা হয়ে দাঁড়িয়েছে।কিন্তু বাবার অসুখ এবং অর্থোভাব দুটো তার কাছে দুঃস্বপ্ন।তবে আমি থেমে নেই।জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।আর যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বেশ আগ্রহ প্রকাশ করি।যারকারণে আমার আগ্রহ এবং বিশ্বাসের ফলে জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছি।আমার এ অর্জন একার নই।এর পেছনে বাবা-মার আশীর্বাদ ও বরকল যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমারও অবদান রয়েছে। এছাড়া তার লেখাপড়া ভালোভাবে চালিয়ে যেতে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সরকার এবং সহৃদয়বান ব্যক্তির কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন মাইকেল চাকমা।

বরকল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা জানান,স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাঙামাটিতে জেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় উপজেলা থেকে অংশগ্রহণের জন্য আহ্বান করা হয়।এতে বরকল উপজেলা হতে ৩ জন অংশগ্রহণ করেন।পার্বত্য রাঙ্গামাটির ১০ উপজেলায় ১৬জন অংশগ্রহণকারীর মধ্যে বরকল উপজেলা থেকে মাইকেল চাকমা প্রথম স্থান অর্জন করেছেন।