দীঘিনালায় এনজিও লীন‘র পুষ্টি মেলা অনুষ্ঠিত
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় এনজিও লীন‘র আয়োজনে উপজেলা পুষ্টি মেলায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকালে দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পুষ্টি মেলা উপলক্ষে ভিটামিন সি সমৃদ্ধ চিত্রাংকন, ভিটামিন সি সম্পকির্ত ফলের রচনা ও পুষ্টি সম্পর্কে বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রচনা প্রতিযোগীতায় অংশ নেয় দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় ও দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়।
চিত্রাংকন প্রতিযোগীতায় অংশনেয় দীঘিনালা মর্ডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মায়াফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাঁঠালতলী আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। বির্তক প্রতিযোগীতায় অংশ নেয় দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় ও দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়। বির্তক প্রতিযোগীতায় পুষ্টি খাবার সম্পর্কে কিশোর-কিশোরী মাঝে সচেতনতার পক্ষে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় বিপক্ষে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় অংশ নেয়। এতে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় বিজয়ী হয় এবং সেরা বক্তা হন ফাহতুন মেহজাবিন কনা।
বিতর্ক প্রতিযোগীতায় মডারেটর হিসেবে ছিলেন উপজেলা শিক্ষা সিনিয়র অফিসার সোনামিত্র চাকমা। বিচার হিসেবে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা সিনিয়র অফিসার হ্যাপি চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোঃ আব্দুল আল মামুম। পরে এনজিও লীন এর দীঘিনালা উপজেলা কো-অডিনেটর সুনয়ন চাকমা সঞ্চালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।