বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুবর্ণ জয়ন্তীতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন কার্মসুচী পালন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুর্বণ জয়ন্তী উপলক্ষে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের আয়োজনে কেক কাটা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল ১১টায় বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের কার্যালয় ও বিদ্যুৎ ভবনে বেলুন উড়িয়ে ও কেক কেটে বিভিন্ন কার্মসুচী পালন করা হয়।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ, টি, এম আব্দুজ্জাহের উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও কেক কেটে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় বিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক কয়সুল বারী, নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও কাপ্তাই সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সিবিএ কাপ্তাই শাখারসহ সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক বদরুল আলম জিপু, কাপ্তাই কর্মচারী ক্লাবের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোশাররফ হোসেনসহ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।