রাঙ্গামাটিতে ভূষণছড়া গণহত্যায় জড়িত খুনিদের বিচার দাবীতে মানববন্ধন
॥ মীর মোঃ লোকমান হোসেন ॥
১৯৮৪ সালে রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়ার নিরীহ চার শতাধিক বাঙালি হত্যার সাথে জড়িত সকল খুনীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার দাবী জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (৩১মে) সকালে রাঙ্গামাটিতে ভূষণছড়া গণহত্যার সুষ্ঠু তদন্ত, খুনিদের বিচার ও ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে এই দাবী জানান ।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পৌর কমিটির সভাপতি মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহা সচিব আলমগীর কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান।
এ সময় রাঙ্গামাটি জেলা পিসিএনপির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোর্শেদা আক্তার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবীব আজম, খাগড়াছড়ি জেলা আহবায়ক সুমন আহমেদ, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক আসমা বেগম, নাগরিক পরিষদের সদর উপজেলা কমিটির সভাপতি ছগির আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পৌর কমিটির সাধারণ সম্পাদক হিরু তালুকদার, সাংগঠনিক সম্পাদক নুরুল আবচার, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পিসিএনপি নেতা হুমায়ুন কবির, আজিজুল ইসলাম, ছাত্র নেতা আবচার, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, শরিফা আক্তার উপস্থিত ছিলেন।
বক্তারা আরো বলেন, ১৯৮৪ সালের ৩১মে রাঙ্গামাটি জেলার ভূষণছড়ায় এক নির্মম হত্যাকান্ড সংঘটিত হয়েছিল তা আজ ৩৮ বছর পার হলেও তার কোন বিচার বা তদন্ত হয়নি। যা পার্বত্য চট্টগ্রামের সংগঠিত হত্যাকান্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং নৃশংস।
বক্তারা আরো বলেন, রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য পার্বত্য চুক্তি সম্পাদন হলেও পাহাড়ের যে পরিস্থিতি তাতে এখন আর চুক্তি বাস্তবায়নের পরিবেশ নেই। পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে সুদুর প্রসারী ষড়যন্ত্র করছে তা প্রতিহত না করা পর্যন্ত এখানে কোন উদ্যোগ সফল হবে না। পার্বত্য চট্টগ্রামের বাঙ্গালীদের পিছেয়ে রেখে যে সকল আইন বা সংস্থা হয়েছে এসব প্রতিষ্ঠানে বাঙ্গালী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তারা, পার্বত্য অঞ্চলে চলমান হত্যাকান্ড, খুন, গুম, অপহরণ বন্ধে পাহাড়ে নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপন করা, পার্বত্য অঞ্চলে যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার, পাহাড়ের সন্ত্রাসী কর্তৃক সকল হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত করে শাস্তি নিশ্চিতসহ সশস্ত্র সন্ত্রাসীদের লিডারদের ফাঁসির দাবি জানান।