[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে সেরা মানিকছড়ির তাহসীনা তাসনিম

১১৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী তাহসীনা তাসনিম জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর বাংলা রচনা (অনির্ধারিত) প্রতিযোগিতায় ‘খ’ বিভাগ থেকে অংশ নিয়ে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন।

গত ২৫মে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে এবং ৩০ মে বিভাগীয় পর্যায়ে সকাল ৯টায় চট্টগ্রামস্থ কাজেম আলী স্কুল এন্ড কলেজে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয়। সেখানে ‘খ’ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেন।

বিদ্যালয় সুত্রে জানান গেছে, মানিকছড়ি উপজেলা সদরে অবস্থিত রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়েল ৯ম শ্রেণির ছাত্রী তাহসীনা আসনিম। উপজেলা সদর হাজীপাড়া এলাকার মোঃ আবু হানিফ ও সাহিদা আক্তার’র প্রথম কন্যা সন্তান। বিদ্যালয়ের হয়ে উপজেলা-জেলা পর্যায়ে ‘বঙ্গবন্ধু মেধা অন্বেষণ-২২’ প্রতিযোগিতাসহ অংশ নিয়ে জেলা পর্যায়েও ২য় স্থান অর্জন করেন। এছাড়াও বিভিন্ন সময়ে একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন।

বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার পর অনুভূতি জানতে তাহসীনা তাসনিম জানান, এ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করাটা তার জীবনের এ পর্যন্ত সবচেয়ে বড় পাওয়ার। এ জন্য তাকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর পড়াশুনো করতে হয়েছে। যেহেতু তার রচনা প্রতিযোগিতাটা ছিল অনির্ধারিত একটি বিষয়ের উপর। কোন রচনাটি লিখতে হবে সেটি নির্ধারিত ছিল না। তাই সে খুবই চিন্তিত ছিল। পরিক্ষা কেন্দ্র প্রবেশ করার পর তার বিষয় নির্ধারণ করা হয় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’। বিষয়টি পেয়ে তার বেশ ভালোই লেগেছিল জানিয়ে সে বলে, যেহেতু বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আমি খুব বেশি স্ট্যাডি করেছিলাম তাই ৩০ মিনিট সময়ের মধ্যে রচনা লিখা শেষ করি এবং খুব ভালো লিখতে পেরে বেশ আশাবাদী ছিলাম। পরে ফলাফল ঘোষণা করা হলে আমাকে ‘খ’ বিভাগে অনির্ধারিত রচনা প্রতিযোগিতার প্রথম হিসেবে ঘোষণা করা হয়। এমন অর্জনে আমি বেশ আনন্দিত। এ সময় তিনি জাতীয় পর্যায়ে অংশ নিয়ে দেশ সেরা হওয়ার আশা ব্যক্ত করে সকলে নিকট দোয়া কামনা করে।

তাহসীনা তাসনিম’র গর্বিত মা সাহিদা আক্তার জানান, আমার মেয়ে তাসনিম ছোটবেলা থেকেই পড়াশুনোতে বেশ মনযোগী ছিল। যার ফলে দক্ষিণ চেংগুছাড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায়। তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলা এবং জেলা পর্যায়েও সেরা হয়েছে। তবে তার এমন সফলতার পেছনে তার যতেষ্ট শ্রম ও বিজয়ী হওয়ার আকাঙ্খা তাকে এ পর্যায়ে নিয়ে গেছে। পাশাপাশি পারিবারিক ভাবে যতটুকু সাপোর্ট দেয়ার সাধ্যানুযায়ী চেষ্টা করে যাচ্ছি। তার এমন সফলা যেন অব্যহত থাকে সে জন্য সকলে নিকট দোয়া চেয়েছেন তিনি।

তার এমন সাফল্যে খুশি হয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অজিত কুমার নাথ জানান, উপজেলার ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষক স্বল্পতার মধ্যেও শিক্ষার্থীদের পড়াশুনোর মান বজায় রাখতে পরিশ্রম করে যাচ্ছেন। এ যাবৎ কাল পর্যন্ত এ প্রতিষ্ঠান পাবলিক পরীক্ষা গুলোতে অংশ নিয়ে ৯০% নিচে ফলাফল করেনি। এছাড়াও বিভাগীয় সেরা তাহসীনা তাসনিম জাতীয় পর্যায়ে অংশ নিয়ে সেরা হয়ে নিজের এবং বিদ্যালয়ের সুমান বয়ে আনবে বলে তিনি আশা ব্যক্ত করেন।