বান্দরবান প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সম্মেলন
সভাপতি আমিনুল ও সম্পাদক মিনারুল
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবান প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক মিনারুল হক।
সোমবার (৩০ মে) সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে ২০২২-২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বান্দরবান উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা পরান্টু চাকমা।
এসময় সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ এই পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এসব পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সব প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি নাছিরুল আলম, যুগ্ন সম্পাদক সাদেক হোসেন চৌধুরী এবং কোষাধ্যক্ষ মোঃ মুসা ফারুকী।
নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিথেন চাকমা, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমাসহ বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদকর্মীবৃন্দ।