গুইমারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ‘দি মারমা ক্রেডিট ইউনিয়ন’
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
গুইমারা উপজেলায় তৈকর্মা এলাকায় উসামং মারমা বসত বাড়ি গত ১৯ মে আগুনে পুড়ে যায়। ফলে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ‘দি মারমা ক্রেডিট ইউনিয়ন’। রবিবার (২৯ মে) বিকালে উক্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় ‘দি মারমা ক্রেডিট ইউনিয়ন’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সুইচিংপ্রু মারমা, হাফছড়ি ইউপি সদস্য ও ক্রেডিট ইউনিয়নের সেবা কেন্দ্রে পরিচালনা কমিটির সভাপতি অংগ্যজাই মারমা, ব্যবস্থাপনা কমিটির সভাপতি কংজাই মারমা, কোষাধ্যক্ষ আম্যো মগ, ঋণ ব্যবস্থাপক অংগ্য মারমা, মানিকছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটে সাবেক যুব প্রধান চিংওয়ামং মারমা মিন্টু উপস্থিত ছিলেন।