বরকলে নেতৃস্থানীয়দের নিয়ে শিশু ও নারী উন্নয়ন সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে জেলা তথ্য অফিস এর আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের ২০২১-২২ অর্থ বছরের জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে)সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম এ সভা আয়োজন করা হয়।উক্ত সভাতে ৩৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা। এ সভায় স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা তথ্য অফিস এর উপ-পরিচালক কৃপাময় চাকমা।
উপ-পরিচালক কৃপাময় চাকমা বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রান্তিক পর্যায়ে উন্নয়নকে তরান্বিত করতে গেলে সামাজিক সচেতনতাও প্রয়োজন রয়েছে। সে লক্ষ্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে শিশু ও নারী উন্নয়ন সচেতনতা যোগাযোগ কার্যক্রম সচেতনতামূলক কর্মশালা বরকল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা বলেন,নারী ক্ষমতায়ন ও শিশু সুরক্ষায় জননেত্রী শেখ হাসিনা যথেষ্ট সোচ্চার রয়েছেন।তারই হাত ধরে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন।
সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, দেশ উন্নয়ন যেমন দরকার তেমনি সামাজিকভাবে নারী ও শিশু উন্নয়ন সচেতনতাও দরকার। এ ধারা ভবিষ্যতেও যেন বজায় থাকে জেলা তথ্য অফিসের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এছাড়াও কর্মশালায় ১৮-৩৬ মাস অর্থাৎ দেড় থেকে তিন বছর সময়ে শিশুর শারীরিক গঠন ও মানসিক বিকাশ,গর্ভবতী ও প্রসূতি মহিলা স্বাস্থ্য সচেতনতা ও পরিচর্যা,পুষ্টিকর খাবার গ্রহণ,অটিজম শিশুর চিকিৎসা কার্যক্রম,সুন্দর সুষ্ঠু ও নির্ভয় পরিবেশ সৃষ্টি এসব বিষয় নিয়ে আলোকপাত করা হয়।
এসময় বরকল থানা প্রতিনিধি মোঃ কামাল হোসেন,বরকল উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান ও ডাঃ মিজানুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা সহ বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।