রাঙ্গামাটিতে ফের সক্রিয় মোটর সাইকেল চোর চক্র
॥ মীর মোঃ লোকমান হোসেন ॥
রাঙ্গামাটি শহরে আবারও সক্রিয় হয়ে উঠেছে মোটর-সাইকেল চোরচক্র। শনিবার (২৮মে ) সকাল ৮ টার দিকে বনরূপা পুলিশ বক্সের সামনে থেকে তালা ভেঙে একটি মোটর সাইকেল চুরি কয়ে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা।
রাঙ্গামাটি সদর হাসপাতাল এলাকার বাসিন্দা মোটর-সাইকেল মালিক রাসেল জানিয়েছেন, আমার বাবা বাজার করার জন্য বনরূপা বাজারে যায় এবং পুলিশ বক্সের সামনে গারিটি তালা দিয়ে বাজারে ভিতরে গিয়ে বাজার করে এসে দেখে (নাম্বার রাঙ্গামাটি হ-১১-২২৫৯) গাড়ীটি নাই। পরে গাড়ী চুরির ঘটনায় কোতোয়ালী থানায় অভিযোগ করেছি।
অপর দিকে রবিবার (২৯ মে) বনরূপা বিলাস বিপনীর সামনে থেকে দৈনিক পূর্বদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম. কামাল উদ্দিন এর মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। পরে বিষয়টি জানাজানি হলে কে বা কারা মোটর সাইকেলটি পৌর ভবনের পিছনে ফেলে রেখে পালিয়ে যায়।
অতীতেও রাঙ্গামটিতে বিভিন্ন এলাকা থেকে বহু মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। পুলিশের অভিযানে অনেক মোটর সাইকেল উদ্ধার ও জড়িত চোর চক্রদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছিল। কিন্ত এই চোর চক্রটি আবারো সক্রিয় হওয়াতে মোটরসাইকেল ব্যবহারকারীদের মাঝে আতংক সৃষ্টি হচ্ছে।
এদিকে চুরির ঘটনায় রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন উক্ত ঘটনার প্রেক্ষিতে থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার ও জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত আছে।