কাপ্তাইয়ে বিশ্বকবি ও জাতীয় কবি নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম এবং জাতীয় কবি নজরুল ইসলামের ১২৩তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২৫মে) ইনস্টিটিউটের সিভিল উড(পূর্ব) এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
ইঞ্জিয়ার আব্দুল আলীর সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার (আঃদাঃ)। আলোচনা সভায় বিশ্বকবি ও জাতীয় কবি নজরুল ইসলামের জীবনী ও উল্লেখযোগ্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন পংকজ দাশ(ইনস্ট্রাক্টর নন-টেক বিভাগ) ও ইকবাল হায়দার(ইনস্ট্রাক্টর কম্পিউটার বিভাগ)। অনুষ্ঠানে সংগীত,রচনা ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্টিত হয়। আলোচনা সভা ও পুুরস্কার বিতরণে ইনস্টিটিউটের বিভাগীয় প্রধানগণ ও উপস্থিত ছিলেন।