এসআইডি-ইউএনডিপি-র কার্যক্রমের অবহিতকরণ সভা
গ্রামের উন্নয়ন না হলে কোন উন্নয়নই হবেনা: বৃষকেতু চাকমা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, ২০০৪ সাল থেকে সরকারের অনুমোদন নিয়ে পার্বত্য চট্টগ্রামে ইউএনডিপি কাজ করে যাচ্ছে। ইউএনডিপি পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুলগুলো জাতীয়করণের পাশাপাশি সম্প্রতি ঐসব স্কুলে কর্মরত শিক্ষকদেরকেও সরকারিকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে এসআইডি-ইউএনডিপি-র কার্যক্রমের উপর অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য থোয়াই চিং মারমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, মনোয়ারা আক্তার জাহান, সদস্য সান্তনা চাকমা, যৌথ প্রকল্পের ফোকাল পার্সন অরুনেন্দু ত্রিপুরা, এসআইডি-সিএইচটি-ইউএনডিপি-র জেন্ডার চিফ ঝুমা দেওয়ান ও এনআরএম চিফ বিপ্লব চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা। বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্র“ চৌধুরী, সদস্য সাধনমনি চাকমা, সদস্য ত্রিদিব কান্তি দাশ, এসআইডি-সিএইচটি-ইউএনডিপি-র জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা।
চেয়ারম্যান আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রতি বর্তমান সরকারের আন্তরিকতার কারণে এসব উন্নয়ন হয়েছে। তিনি বলেন, আগে পার্বত্য চট্টগ্রামে লোকজন ব্যাপকভাবে ম্যালেরিয়ায় আক্রান্ত হতো। ইউএনডিপির স্বাস্থ্য প্রকল্প শুরু এবং তাদের নিয়োগকৃত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের ম্যালেরিয়া নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যেখানে আগে ম্যালেরিয়ায় প্রচুর লোক মারা যেতো স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে আক্রান্ত হলেও মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে। একইভাবে কৃষিক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বরকল উপজেলা ভ্রমণের উদাহরণ টেনে বলেন, আগে বরকল উপজেলায় স্থানীয় প্রয়োজন মেটানোর জন্য রাঙ্গামাটি শহর থেকে সবজি যেতো। ইউএনডিপির কৃষক মাঠ স্কুলের কারণে বর্তমানে স্থানীয়ভাবে প্রচুর সবজি উৎপাদন হচ্ছে এখন বাইরে থেকে আমদানী আগের তুলনায় হ্রাস পেয়েছে। তিনি বলেন, শহরে বসে আমরা যতই উন্নয়নের কথা বলিনা কেন গ্রামের উন্নয়ন না হলে কোন উন্নয়নই হবেনা। একারণে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে সকল প্রকল্প প্রণয়নের উপর জোর দেন তিনি। তিনি ইউএনডিপি এবং পরিষদের যৌথ কার্যক্রমে পরিষদ সদস্যদেরকে আরও কিভাবে সম্পৃক্ত করা যায় এব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ইউএনডিপির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
সভার প্রারম্ভে এসআইডি-সিএইচটি-ইউএনডিপি-র প্রকল্প কর্মকর্তারা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সঙ্গে চলমান প্রকল্পগুলোর উপর পাওয়াপয়েন্ট প্রেজেন্টে করেন এবং পরিষদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ই-পিসি/আর