মাটিরাঙ্গায় অটিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) সকাল ১০ টার দিকে মাটিরাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবেলিটিজ (এনএএডি) এর উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ‘অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধিতা’ বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা আয়োজন করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোহাম্মদ মোহতাছিম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম। এ সময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোহাম্মদ মোহতাছিম বিল্লাহ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল আলম, সমাজ সেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, খাগড়াছড়ি সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহঃ অধ্যাপক অর্জিতা খীসা প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষকগণ বলেন, পৃথিবীর সব দেশের অটিস্টিক শিশুরা প্রায় একই ধরনের আচরণ করে। তবে তাদের অভ্যন্তরে কিছু স্বতন্ত্র বৈচিত্র্য থেকে যায়। প্রত্যেক অটিজম আক্রান্ত মানুষ চিন্তাচেতনায় আলাদা। তাদের সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে হবে। এ কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা আইন-২০১৩ এর বিষয় নিয়ে আলোচনা করা হয়। তারা আরো বলেন, অটিজম একটি বিশেষ মানসিক অবস্থা। তাই অটিস্টিক শিশুদের প্রতি পরিবার ও সমাজের বিশেষ নজর ও যত্নের প্রয়োজন। আমরা সকলে মিলে তাদের প্রতি সহানুভূতিশীল হলেই তারা স্বাভাবিক জীবন যাপনে অভ্যাস্থ হতে পারে।
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরাও সমাজের সম্পদ হতে পারে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, সঠিক পরিচর্যার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দক্ষতা বাড়িয়ে তুলতে পারি, তাহলে তারাও অন্যদের মতো আচরণ করতে পারবে। তারা সমাজের বোঝা না হয়ে হতে পারে সম্পদ।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম বিদ্যুৎ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ, মাটিরাঙ্গা সদর মসজিদের পেশ ইমাম মোঃ হারুনুর রশিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সংবাদকর্মী, অটিস্টিক শিশু অভিভাবক, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।