[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাজস্থলীতে জনশুমারী ও গৃহগণনা ২০২২ অবহিতকরণ সভা

৪১

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান বিভাগের যৌথ উদ্যোগে জনশুমারী ও গৃহগণনা ২০২২ পরিচালনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ( ২৫ মে) দুপুর ১২ ঘটিকায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ সভা অনুষ্টিত হয়েছে।

সভায় রাজস্থলী উপজেলা পরিসংখ্যান বিভাগের উপজেলা শুমারী সমন্বয়কারী তুর্য্য তালুকদার বলেন, প্রতি দশ বৎসর অন্তর জনশুমারী ও গৃহগণনা করা হয়, কিন্তু কোভিড-১৯ কারণে যথারীতি সময়ে কার্যক্রমটি করা সম্ভব হয়নি। যার ফলে এখন সরকার নতুন ভাবে উদ্যোগ গ্রহন করেছে। জনশুমারী ও গৃহগণনা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়ে সকলের অবগত হওয়া অনেক প্রয়োজন ।

তিনি আরও বলেন, বাংলাদেশের এবারে প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারী ও গৃহগণনা করা হবে। জন প্রতিনিধিদের উদ্দেশ্যে এ কাজে সার্বিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

অনুষ্টানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ বলেন, যথাসময়ে কার্যক্রম শুরু করা হবে। যারা এই কাজে দ্বায়িত্ব পেয়েছেন, আপনারা কাজটি যেন নির্ভুল ও সঠিক ভাবে দ্বায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেন। তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে সভাটির সমাপ্তি ঘোষনা করা হয়।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাঃ রুইহলাঅং মারমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, প্রানীসম্পদ বিভাগের চিরনজিৎ চাকমা, , প্রাথমিক শিক্ষা বিভাগের , সহকারী শিক্ষা অফিসার আবদুল করিম, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সহ সাংবাদিক ও সকল বিভাগের কর্মকর্তাগণ।